বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:২৭
Home / মাহফিল / উন্নত সমাজ নির্মানের ইনসাফের ভিত্তিতে সদাচরণের বিকল্প নেই – সদরুজ্জামান খান

উন্নত সমাজ নির্মানের ইনসাফের ভিত্তিতে সদাচরণের বিকল্প নেই – সদরুজ্জামান খান

খেলাফত মজলিস লন্ডন মহানগরীর মজলিসে শুরা অনুষ্ঠিত

12039621_929895330404410_8648262216225943624_n২০১৫, ১৫ সেপ্টেম্বর:
শান্তির সমাজ প্রতিষ্ঠার কর্মীদেরকে ইনসাফ এবং সদাচরণের ভিত্তিতে উন্নত সমাজ নির্মানের স্বপ্ন বাস্থবায়ন করতে হবে I সমাজে ইনসাফ কায়েম করতে হলে সর্ব প্রথমে মানুষের নিজ জীবনের কথা-কাজ, উঠা-বসা, চাল-চলন এমনকি নেতা-কর্মী সহ সকলের সাথে আচরণ ইনসাফপূর্ণ হতে হবে I আমাদের অশান্ত ও ভিত দুর্বল এবং অনভিপ্রেত পরিবেশকে হেফাজত করতে প্রয়োজন সকল দায়িত্বশীলকে অবশ্যই ইনসাফপূর্ণ আচরণ তাঁর প্রাত্যাহিক কাজকর্মের অন্যতম মূলনীতিতে পরিনত করতে পারলে একটি সুন্দর আদর্শ সমাজ প্রতিষ্ঠার পথ প্রসারিত হবে ইনশাল্লাহ I খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা তায়ীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শুরায় প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা বলেন যুক্তরাজ্যের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সদরুজ্জামান খান I

গত ১৪ সেপ্টেম্বর ইস্ট লন্ডনস্থ মজলিস অফিসে মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদের সঞ্চালনায় উক্ত শুরা অধিবেশনে উদ্বোধনী বক্তব্য পেশ করেন সভার সভাপতি মাওলানা তায়ীদুল ইসলাম, তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গঠন কষ্টসাধ্য কিন্তু অসাধ্য নয় I ধৈয্য সহকারে চেষ্টা করলে ইসলামের সঠিক রূপ উপলব্ধিকারী একজন ব্যক্তিকে আদর্শ কর্মীরূপে গড়ে তোলা যায় I একজন আদর্শ কর্মীর সাংগঠনিক পরিবেশ নিয়মিত দায়িত্ব পালনে আসা-যাওয়ার ভেতর দিয়ে তাঁর আন্তরিকতা পরিসফুট হয়ে ওঠবে I

তখন সাংগঠনিক দায়িত্ব অর্পণ হলে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনফাক ফী সাবিলিল্লাহকে গুরুত্ব দিবে, ভিবিন্ন কার্য্যক্রমকে নিজের প্রচেষ্টায় এগিয়ে নিবে, আহবান জ্ঞাপন শুধু নয়, নিজে কাজে আত্ননিয়োগ করে একজন আদর্শ দায়িত্বশীল সিসেবে নিজে কে গড়ে তুলতে হবে I

পরিশেষে শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয় Iনউল্লেখ্য শুরার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শুরার সদস্য ও টাওয়ার হ্যামলেটস শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হক I এতে আলোচনে পেশ করেন মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক, মাওলানা জাবির আহমাদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আনিসুর রাহমান, ইসবাহ উদ্দীন কামরুল, হেকনী শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক সাহেদ, পপলার ও কানিংটাউন শাখার সভাপতি হাফিজ খলিলুর রহমান, নিউহাম শাখার সহ সভাপতি বুলবুল আহমাদ, পপলার ও কানিংটাউন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলীম উদ্দীন, নিউহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সহ প্রমুখ I12039621_929895330404410_8648262216225943624_n

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসার কারণেই দেশের মানুষ এত ধর্মপরায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল ৩ মার্চ শুক্রবার বিকালে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষক সমিতি এর ...