রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১২:১৭
Home / কওমি অঙ্গন / আত্মকর্মসংস্থান প্রত্যয়ের কর্মসুচি অব্যাহত

আত্মকর্মসংস্থান প্রত্যয়ের কর্মসুচি অব্যাহত

কমাশিসা ডেস্ক:: মানুষ মানুষের পাশে, আলেম আলেমের পাশে। জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার মহামান্য প্রিন্সিপা্ল হজরতুল আল্লাম, শাইখ হাবিবুর রাহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া আজ জামেয়া দারুস সুন্নাহ গলমুকাফন মাদ্রাসার ফারিগ, বিশিষ্ট্য মুহাদ্দিস মাওলানা জুলফিকার মাহমুদীর হাতে তুলে দিলেন সেলাই মেশিন। তিনির হাতে গড়া প্রতিষ্টান জামেয়া মাদানিয়া ইসলামিয়ায় নিজ ছাত্রদের জন্য আত্মকর্মসংস্থানের বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে রেখেছেন। একদিকে ছাত্ররা লেখাপড়া শিখছে কোরআন হাদিসের দার্স নিচ্ছে। হাফিজ মুফতি মুহাদ্দিস মুফাস্সির হচ্ছে।লেখক সাহিত্যিক সাংবাদিক হচ্ছে। তার পাশাপাশি তারা কম্পিউটার সেলাই ইলেকট্রিক ড্রাইভিং ট্রেনিংও নিচ্ছে। তারা শিখছে  আর্তমানবতার সেবারও  কর্মপন্থা।13062669_473482376196110_1511929719_o

এরই ধারাবাহিকতায় অন্যান্য মাদ্রাসার ফারেগীন আলেমদের সাপোর্টের কাজও চলছে। আজ হজরত মাওলানা জুলফিকার মাহমুদীকে প্রিন্সিপাল সাহেব নিজ হাতে সেলাই মেশিন তুলে দিলেন। জুলফিকার মাহমুদী তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন-আমি আবেগ আপ্লুত। নিজের সন্তানের মতো অন্যের সন্তানদের ভালবাসার উদাহরণ জগতে খুব কমই আছে। আজ  আমি এর নজির নিজ চোখে দেখলাম। দোয়া করি মহান রবের দরবারে তিনি যেন তাঁকে আরো হাজার বছরের হায়াত দারাজ করেন, আমীন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...