মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:২৯
Home / কওমি অঙ্গন / একটি মানবিক আবেদন, একজন মাদরাসা শিক্ষার্থীর পাশে দাঁড়ান

একটি মানবিক আবেদন, একজন মাদরাসা শিক্ষার্থীর পাশে দাঁড়ান

rashedডেস্ক রিপোর্ট :: চার বছর গত হতে চললো খাদ্যনালীর যন্ত্রণায় ভুগছেন ভারতের দেওবন্দ মাদরাসায় অধ্যয়নরত বাংলাদেশি মেধাবী তরুণ রাশেদুল ইসলাম (২১)৷ চিকিৎসা বাবদ লক্ষাধীক টাকার মতো খরচ হয়ে গেলেও সুস্থ্য হননি রাশেদ ৷ পুরো চিকিৎসাবাবদ ৮ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার চিকিৎসারত দিল্লির মেট্রো হাসপাতালের ডাক্তার আজমত করিম বলেছেন, ‘খাদ্যনালিতে অতিরিক্ত মাংস ধরা পড়েছে৷ রোগটি তার জন্মগত৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার খাদ্যনালীতে বেড়ে উঠেছে গোশতের অতিরিক্ত একটি টুকরো৷ অপারেশন করাতে হবে৷ না হয় বছরখানেকের মধ্যেই তার গলা আটকে যাবে পরোপুরি৷ অপারেশন বাবদ সাড়ে ৬ লাখ রুপি (বাংলাদেশি ৮ লাখ টাকা) লাগবে৷’

চিকিৎসা অর্থের খোঁজে মানবাতার দরজায় কড়া নাড়ছেন তার পরিবার, বন্ধু-স্বজন৷ বড় ভাই টাঙ্গাইলের ছোটখাটো একজন ব্যবসায়ী৷ দিন আনে দিন খায়— পুঁজি বলতে এতোটুকুই৷ বাবা করেন পুলিশি চাকরি৷ ছেলের চিকিৎসা অর্থের যোগাড়ে ইস্তফা দিয়েছেন তাও৷ বছরখানেকের ভেতর ১২ লাখ টাকার মতো মিলবে তার সরকারি ভাতা৷ কোনো সহযোগিতা নয়, ১ বছরের জন্য তারা চান ঋণ৷ ঋণ দিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে— শেখ মাসউদুর রহমান : +৮৮০১৭২১ ৯৯৬১১৩ (বাংলাদেশ), মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ : +৯১ ৮১৭১৯৬৫৭৯২ (ভারত) [সূত্র. সময় বার্তা]

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...