মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:১৯
Home / অনুসন্ধান / যে জমিনে শুধু চাষ হয় হিংসা !

যে জমিনে শুধু চাষ হয় হিংসা !

লাবিব আব্দুল্লাহ::

দাওয়াহ দেশে দেশে

labib-3কাতারে আন্তর্জাতিক শরঈ শিক্ষা সেমিনারে কথা বলছেন ভারতের ইসলামী স্কলার সাইয়্যিদ সালমান আল হুসাইনী নদভী৷ তিনি লেখক, খতীব, শিক্ষাবিদ ও দাঈ৷ আরবীতে মাতৃভাষার মতো কথা বলেন৷ ছুটে চলেন পৃথিবীর প্রান্তে প্রান্তে৷

এশিয়া থেকে ইউরোপে৷ আমেরিকা থেকে আফ্রিকায়৷ উদারতার কথা বলেন৷ ঐক্যের কথা বলেন৷ তিনি এপ্রিলের ১৬ তারিখে কথা বলছেন কাতারে৷ আল্লামা ইউসুফ কারদাবী সে সেমিনারে৷labib-1

দুই
পাকিস্থানের বিজ্ঞ রাজনীতিবিদ মুফতী মাহমুদ রহ এর যোগ্য সাহেবজাদা মাওলানা ফজলুর রহমান৷ তিনি কয়েক দিন আগে আরব আমিরাতে এক টিভিতে আরবীতে সাক্ষাৎকার দিয়েছেন৷ তিন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দক্ষিন আফ্রিকায় সফরে৷ তিনি দেশের নানা ইস্যুতে সরব৷ উদার৷ দেশপ্রেমিক রাজনীতিবিদ৷

তিন
জমিয়তে উলামা পাকিস্থানের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর হায়দরি জিয়ো টিভির বিজ্ঞ সাংবাদিক ও কলামিস্ট হামীদ মীরের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন৷

চার
আমার দেশের উলামায়ে কেরাম?labib-2
মাওলানা সালমান নদভী
মাওলানা ফজলুর রহমান
মাওলানা আব্দুল গফুরের মতো কেন হয় না?

হিংসার চাষ হয় এই জমিনে৷ অবজ্ঞা করা হয় নতুন প্রজন্মকে ঘরানা এবং রুমে রুমে দলাদলি হয় আমার দেশে৷ আরও কারন অনেক৷ একটি প্রশ্ন কিন্ত নতুন প্রজন্মকে ভাবতে হবে৷labib-4

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...