বাংলাদেশের মেধাবীরা হয় বিদেশ পাচার ; না হয় অবহেলায় কাটে জীবন। কখন সেদিন আসবে সোনার ছেলেরা পাবে মুল্যায়ন ?
কমাশিসা অনুসন্ধান ডেস্ক: গত সাত বছরে পাইকারি ও খুচরা মিলিয়ে ১৩ দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বর্তমানে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম গুনতে হয় তিন টাকা ৮০ পয়সা থেকে ৯ টাকা ৯৮ পয়সা পর্যন্ত। অথচ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জুনাইদ পাওয়ার লিমিটেড কম্পানি একটি যন্ত্র উদ্ভাবন করেছে, যেখানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়বে মাত্র ২০ পয়সা।
কম্পানিটি পরীক্ষামূলকভাবে ২৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। ওই যন্ত্রে ১০ মিনিট জ্বালানি ব্যবহারের পর তা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, প্রয়োজনীয় সহযোগিতা পেলে এ কম্পানি জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে পারবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক মহাব্যবস্থাপক ও বিদ্যুৎ প্রকৌশলী আমজাদ হোসেন ওই যন্ত্র দেখেছেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বিদ্যুৎ জেনারেশন (উৎপাদন) ও ট্রান্সমিশন (সঞ্চালন) বিষয়ে নানাভাবে যাচাই-বাছাই করেছি। কোনো অসংগতি পাইনি। এটাকে বলে ফিলার জেম। এই যন্ত্রে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।’