কমাশিসা বিশেষ ডেস্ক: ড. শায়খ মুহাম্মদ আইয়ুব রহমাতুল্লাহি আলাইহি। তিনি আজ রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
মসজিদে নববী ও মসজিদে কুবার সাবেক ইমাম। মদীনা বিশ্ববিদ্যালয়ের তাফসীর বিভাগের উসতাজ। আমার উসতাজ। তাঁর জন্ম মক্কা মুকাররমায়। পূর্বপুরুষ বর্মা থেকে এসেছিলেন। সৌদী নগরিকত্বের অধিকারী।
তিনি সাধারণত আরবীতেই কথা বলতেন। কিন্তু একবার এক বুর্মাভী ছাত্রের সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলতে শুনেছিলাম। হয়ত মক্কা মদীনার ইতিহাসে তিনিই একমাত্র চাটগাঁয়া ভাষী ইমাম।
তিনি ১৪১০ থেকে ১৪১৭ হি: পর্যন্ত মসজিদে নববীর ইমাম ছিলেন। আবার দীর্ঘ ২০ বছর পর বাদশা সালমানের নির্দেশে তিনি গত রমজানে মসজিদে নববীতে তারাবির নামাজের ইমামতি করেন।
যার তিলাওয়াতে হৃদয় গলে অশ্রু ঝরে। কোরআনের কুকিল খ্যাত, কোরআনময় জীবনের অধিকারী সেই মহান ব্যাক্তি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।