প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের সভাপতিত্বে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মোহাম্মদ শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব আইন ড. শাজাহান শুনানিতে রয়েছেন।
শুনানি শেষে জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, গতকাল আমাদের ‘মশাল’ প্রতীক পাওয়ার পক্ষে যাবতীয় কাগজ দিয়েছিলাম। আজ নির্বাচন কমিশন আমাদের ডেকেছে, আমরা এসেছি। ইসি আমাদের কাছে কিছু জানতে চেয়েছেন, আমরা জানিয়েছি। তিনি বলেন, ইসির প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশাবাদী, তারা (ইসি) আমাদের প্রতি সুবিচার করবে।
সম্প্রতি দলটির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে একটি অংশ বিদ্রোহ ঘোষণা করে জাসদের নামে কমিটি গঠন করে। এদিকে, হাসানুল হক ইনুর নেতৃত্বেও অপর অংশটিও কমিটি গঠন করে।
ইনুর অংশ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীর প্রতীক ‘মশাল’ দেয়ার জন্য ইসিতে চিঠি দেয়। প্রকৃতপক্ষে মশাল কার হাতে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই শুনানিতে করছে ইসি। ঢাকাটাইমস।