মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৮:৫৩
Home / প্রতিদিন / মশাল নিয়ে টানাটানি, ইসিতে শুনানি

মশাল নিয়ে টানাটানি, ইসিতে শুনানি

jasod_108356
ডেস্ক রিপোর্ট :: দুই ধারায় বিভক্ত জাসদের প্রতীক মশাল কে পাবে এটা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চলছে শুনানি। আজ বুধবার বেলা ১১টার দিকে ইসিতে গিয়ে শুনানিতে অংশ নেন একপক্ষের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। বিকাল তিনটার দিকে শুনানিতে অংশ নেবেন অপর পক্ষের সভাপতি মঈনুদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের সভাপতিত্বে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মোহাম্মদ শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব আইন ড. শাজাহান শুনানিতে রয়েছেন।

শুনানি শেষে জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, গতকাল আমাদের ‘মশাল’ প্রতীক পাওয়ার পক্ষে যাবতীয় কাগজ দিয়েছিলাম। আজ নির্বাচন কমিশন আমাদের ডেকেছে, আমরা এসেছি। ইসি আমাদের কাছে কিছু জানতে চেয়েছেন, আমরা জানিয়েছি।  তিনি বলেন, ইসির প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশাবাদী, তারা (ইসি) আমাদের প্রতি সুবিচার করবে।

সম্প্রতি দলটির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে একটি অংশ বিদ্রোহ ঘোষণা করে জাসদের নামে কমিটি গঠন করে। এদিকে, হাসানুল হক ইনুর নেতৃত্বেও অপর অংশটিও কমিটি গঠন করে।

ইনুর অংশ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীর প্রতীক ‘মশাল’ দেয়ার জন্য ইসিতে চিঠি দেয়। প্রকৃতপক্ষে মশাল কার হাতে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই শুনানিতে করছে ইসি। ঢাকাটাইমস।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...