বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:১৩
Home / পরামর্শ / সিম নিবন্ধন: আঙুলের ছাপের অপব্যবহার করলে ৩শ’ কোটি টাকা জরিমানা

সিম নিবন্ধন: আঙুলের ছাপের অপব্যবহার করলে ৩শ’ কোটি টাকা জরিমানা

pic-m_122621
কমাশিসা ডেস্ক ::  বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জন্য দেয়া আঙুলের ছাপ নিয়ে অপব্যবহার করলে মোবাইল ফোন অপারেটরদের ৩শ’ কোটি টাকা জরিমানা করা হবে।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।সভায় বলা হয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করে নাগরিকরা কোনো হয়রানির শিকার হবেন না। এদিকে আবাসিক এলাকার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে কোনো বারের লাইসেন্স দেয়া হবে না বলে সিদ্ধান্ত  নিয়েছে মন্ত্রিসভা।এছাড়াও অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠানও আবাসিক এলাকায় থাকতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে।আবাসিক এলাকায় কোনো গেস্ট হাউজ ও হোটেল থাকলে তা ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে সুপারিশ করেছে মন্ত্রিসভা।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...