বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:৫৬
Home / অনুসন্ধান / তুরস্কের আমেরিকা বিজয়!

তুরস্কের আমেরিকা বিজয়!

imagesসৈয়দ শামছুল হুদা ::

তুরস্কের আমেরিকা বিজয়। ভিডিও দেখে মনে হলো- আমাদের দেশে কবে সেই শাসক পাবো, যারা কথায় না বড় হয়ে কাজে হবে বড়। আল্লামা ড. এরদোগান মুসলিম বিশ্বের এক ক্যারিশমেটিক লিডার। যার ভেতরটা ইসলামে পরিপুর্ণ। আর আমরা বাহিরে পাক্কা মুসলমান, ভেতরটা শুন্য। এরদোগানের তেলাওয়াত শুনে ড. মুরসীর কথা মনে পড়ে গেলো। একজন প্রেসিডেন্ট যখন জুমআর নামাযে খুতবা দিতেন, তারাবীহর নামাযে ইমামতি করতেন, প্রেসিডেন্ট প্রাসাদে আজান হলে সোফা সরিয়ে নামাযে দাঁড়িয়ে যেতেন, সেই দৃশ্যগুলি চোখের সামনে ভেসে উঠে। আজ তিনি কারাগারের নির্জন কক্ষে মৃত্যুর প্রতীক্ষায়। হে আল্লাহ! এই সময়ের উম্মাহ প্রেমিক সাহসী সুলতান এরদোগানকে তুমি দীর্ঘ হায়াত দান কর। আমীন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...