মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৩৮
Home / অনুসন্ধান / কওমী মাদরাসা : সময়ের দাবি

কওমী মাদরাসা : সময়ের দাবি

তৃতীয় চিন্তা

2015_11_15_10_24_46_s5wVoLalZmtP3CRbVsburXL85wc2Uj_original-1লাবীব আব্দুল্লাহ ::

এই দেশে মাদরাসা শিক্ষার হাজার বছরের ইতিহাস সংরক্ষিত৷ ঐতিহ্যবাহী শিক্ষাকে বিকৃতকরণ, বাতিল করা, বিলুপ্তি করার অপচেষ্টা হয়েছে নানাভাবে৷ বৃটিশ আশি হাজার মাদরাসা ধবংস করেছে৷ কিন্ত অবশেষে মাদরাসাপড়ুওয়া সংগ্রামীদের হাতে তাদের পরাজয় হয়েছে৷ তাদের সাম্রাজ্যে সূর্য অস্ত যেতো না কিন্তু মাদরাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত করতে গিয়ে এখন তাদের রাজ্যে সব ডুবে৷

এ দেশে ইংরেজ আগমনের আগে স্কুল কলেজ কিছুই ছিলো না৷ ছিলো না কিন্ডার গার্টেন৷ ছিলো মহল্লা মহল্লায় মকতব৷ ছিলো মাদরাসা শহরে শহরে৷ ইংরেজ উপমহাদেশ দখল করে মাদরাসা শিক্ষাকে ধবংস করার জন্য সবই করেছে কিন্তু সফল হয় নাই তাহারা৷ কিন্তু তাহাদের অনুসারীরাও বহু চেষ্টা করেছে কিন্তু মাদরাসা শিক্ষার বিস্তার হয়েছে আরও৷

এখন বৃটেন, আমেরিকা ও আফ্রিকাতেও মাদরাসা গড়ে উঠছে৷ মাদরাসা শিক্ষার নিয়ম নীতি উলামায়ে কেরাম ঠিক করবেন৷ সংস্কার সংশোধন করবেন ইসলামী শিক্ষায় অভিক্ষ যারা৷ পাকিস্থান সরকার সংকীর্ণ চিন্তার৷ জালেম পারভেজ মুশাররফ অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে বিদায় নিতে হয়েছে৷ ভারত সরকারও কওমী মাদরাসা বিষয়ে উদার পাকিস্থান থেকেও৷ দেওবন্দ মাথা উচুঁ করে দাড়ি আছে দেওবন্দ নদওয়ার মিনার৷ এম পি বদরুদ্দীন আজমল মুখ্যমন্ত্রী হবার পথে আসামে৷ তিনি দেওবন্দের মজলিসে শূরার একজন৷

দুই
কওমী মাদরাসা একটি বিশেষায়িত শিক্ষা৷ ঐতিহ্য সাড়ে চৌদ্দ বছরের৷ যারা একমুখী শিক্ষার কথা বলেন এই শিক্ষার কথা স্মরণ রাখতে হবে এবং আলেমগন চালাবেন এই শিক্ষা প্রশাসন৷ নিয়ন্ত্রণ করতে গিয়ে বিশৃংখল কাম্য নহে৷ বাংলাদেশের আধুনিক শিক্ষারচে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, নকলমুক্ত পরিবেবেশে শিক্ষা দেয়া হয় কওমী মাদরাসায়৷

যারা কওমীতে জঙ্গী খোঁজেন তাদেরকে মাদরাসার পরিবেশে আসতে হবে৷ সরাসরি দেখতে হবে পরিবেশ৷ যারা জঙ্গী তারা কওমীর কেউ না৷ মসজিদের নামায যেমন নিয়ন্ত্রণ সম্ভব নয় নামায আইন করে৷ ইলমে দীন শিক্ষার নিয়ন্ত্রণ করার কোনো আইন করা যাবে না৷ প্রত্যেক মুসলিমকে ইসলমে দীন শিক্ষা করতেই হবে৷ ফরজ৷

তিন
কওমী মাদরাসাকে যুগের চাহিদা উপলব্দি করে নিজের স্বার্থেই আরও সময়ের কাছাকাছি থাকতে হবে৷ দেশপ্রেমী ঈমানপ্রেমী নাগরিক গড়ার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং তা করবেন বিজ্ঞ উলামায়ে কেরাম৷ সময়ের দাবি বোঝে বিজ্ঞানকেও সিলেবাসে সংযোগ করতে হবে৷ বিজ্ঞান কুরআনের বিরোধী নয়৷ ভূগোল ইতিহাস ইসলামী শিক্ষার অংশ৷ দেশপ্রেমে বাংলাদেশ স্টাডিজ পড়াতে সমস্যা কোথায়?

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...