আমিন ইকবাল :: অনেকে ফেসবুকে ইসলাম প্রচার করতে গিয়ে ফেক বা নকল আইডি ব্যবহার করে। অর্থাৎ ছেলে হয়ে মেয়েদের নামে আইডি ব্যবহার করে। তাদের কথা হলো, মেয়েদের লেখা বেশি জনপ্রিয় হয়। অনেকে পড়ে। তাই তারা মেয়েদের নামে আইডি ব্যবহার করে। এভাবে নকল আইডি দিয়ে ফেসবুকে ইসলাম প্রচার করলে কোনো প্রকার গুনাহ হবে কি?
এ বিষয়ে মুখোমুখি হলে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি, মুফতি হিফজুর রহমান জানান, সলাম প্রচার প্রত্যেক মুসলমানের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। একই সাথে অনেক সওয়াবেরও কাজ। তবে তা শরিয়তসম্মত পন্থায় হতে হবে। অবৈধ পন্থায় ইসলাম প্রচার করা যাবে না। আর মিথ্যা, শরিয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই ইসলাম প্রচার করার ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেয়ার সুযোগ নেই। তাই অহেতুক মিথ্যার আশ্রয় নেয়া বৈধ হবে না। [মুসলিম : ১/৭০]
Tags ফেক আইডি খুলে ইসলাম প্রচার জায়েয হবে কি? ফেসবুকে ফেক আইডি খুলে ইসলাম প্রচার জায়েয হবে কি?
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...