শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:৪৯
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্স উদ্বোধন করবেন এরদোয়ান

যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্স উদ্বোধন করবেন এরদোয়ান

dcd4ae7fc219d656c341a39855745861-56fe7391a9856বিদেশ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে ২১ কিলোমিটার দূরের ম্যারিল্যান্ডে বৃহৎ পরিসরে চালু হতে যাচ্ছে একটি দিয়ানেট সেন্টার বা মসজিদ কমপ্লেক্স। ২ এপ্রিল ২০১৬ শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এটি উদ্বোধনের কথা রয়েছে। পুরো মসজিদ কমপ্লেক্সের আয়তন ৬৪ হাজার ৬০ বর্গফুট।

এ কমপ্লেক্সটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে তুরস্কের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ। তাদের আশা, এটি যুক্তরাষ্ট্রের মাটিতে নানা জাতির এবং বিভিন্ন ধর্মের মানুষের অধ্যাত্মিক চর্চার একটি চমৎকার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এটা মানুষকে এমন ধারণা দেবে যে, সৌন্দর্যের সঙ্গে সহিংসতার কোনও যোগসূত্র থাকতে পারে না। লোকজনের কথিত অহেতুক ইসলামভীতি দূর করতেও এটা ভূমিকা রাখবে।

ঐতিহ্যবাহী অটোমান স্থাপত্যকর্মের ওপর ভিত্তি করে ৬৪ হাজার ৬০ বর্গফুটের এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। পুরুষ ও নারীদের জন্য আলাদা করে আছে তুর্কি স্টাইলে বাথরুম, সুইমিং পুল, একটি বহুমুখী হল এবং একটি ইনডোর স্পোর্টস কমপ্লেক্স।

এই কমপ্লেক্সের মসজিদে দুইটি মিনার ব্যবহার করা হয়েছে। পুরো মসজিদের আয়তন নয় হাজার ৪৬১টি বর্গফুট। মসজিদ এবং মসজিদ চত্বর মিলিয়ে এখানে একসঙ্গে কয়েক হাজার মুসল্লি সালাত আদায় করতে পারবেন।এ মসজিদ কমপ্লেক্সটি শান্তির বার্তা পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের ধর্মবিষয়ক প্রধান মেহমেদ গরমেজ। তিনি বলেন, এটা শুধু একটা মসজিদই নয়, বরং এটা এটা সাংস্কৃতিক কেন্দ্র বা গবেষণা কেন্দ্র। এখানে গবেষণা, সংস্কৃতি ও আর্ট সেন্টারের মাধ্যমে সত্যিকারের জ্ঞানচর্চা করা হবে। এই সেন্টার তার অনন্য ভাষা ও সংস্কৃতির দিকে ধাবিত হবে। এর প্রতিটি পাথর শান্তি ও সুন্দরের প্রতি মানুষকে আহ্বান জানাবে। সূত্র: আনাদোলু পোস্ট।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...