শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১২:৪৫
Home / দেশ-বিদেশ / ইমামদের বায়োডাটা নেবে জেলা প্রশাসন

ইমামদের বায়োডাটা নেবে জেলা প্রশাসন

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় খুলনা জেলা প্রশাসক

imam pic_121911কমাশিসা ডেস্ক :: খুলনা জেলার মসজিদের ইমামদের জীবনী (বায়োডাটা) সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নাজমুল আহসান সভাপতিত্ব করেন।
সভায় সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলমসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত পরে জেলা তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সভায় খুলনার আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে জেলা ও মহানগরীতে প্রতিটি মসজিদের ইমামদের বায়োডাটা দ্রুত সংগ্রহ এবং সব মসজিদের ইমামদের মাধ্যমে সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের দৃষ্টি আর্কষণ করা হয়।’
সভায় আরো জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত ফেব্রুয়ারি মাসে রাহাজানি একটি, চুরি আটটি, খুন তিনটি, অস্ত্র আইনে একটি, দ্রুত বিচারে একটি, নারী ও শিশু নির্যাতন নয়টি, নারী ও শিশু পাচার একটি, মাদকদ্রব্য ৫৭টি এবং অন্যান্য ৩৩টিসহ মোট ১১৪টি মামলা দায়ের হয়েছে। গত জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১২০টি।
জেলার নয়টি থানায় গত ফেব্রুয়ারি মাসে ডাকাতি একটি, চুরি চারটি, খুন তিনটি, অস্ত্র আইনে একটি, ধর্ষণ দুটি, নারী ও শিশু নির্যাতন সাতটি, নারী ও শিশু পাচার একটি, মাদকদ্রব্য ২৮টি এবং অন্যান্য আইনে ৬২টিসহ মোট ১১০টি মামলা দায়ের হয়। গত জানুয়ারি মাসে মামলা দায়ের হয়েছিল ১১২টি।
এ ছাড়া নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শীর্ষ নিউজ।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...