রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:৪১
Home / কওমি অঙ্গন / নিজের জীবনকে বিলিয়ে দিয়ে অন্যের জীবনকে গড়- প্রিন্সিপ্যাল হাবীবুর রাহমান

নিজের জীবনকে বিলিয়ে দিয়ে অন্যের জীবনকে গড়- প্রিন্সিপ্যাল হাবীবুর রাহমান

1934595_520153024776326_1836248802506929012_nকমাশিসা ডেস্ক :: একজন মানুষের কাজের পরিধি কতটুকু হতে পারে? তিনি কি কি কর্মসুচি নিয়ে জীবন ধারণ করেন? এমন বহু প্রশ্ন আমাদের মনে উঁকি মারে, যখন আমরা জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসায় পা রাখি। একদিকে বিশাল ক্যাম্পাস অপরদিকে বিশাল আয়োজন। নুরানী মক্তব, মুতাওয়াসসিতা, ছানুভিয়া, ফজিলত, দারুল হাদিস, হিফজ নাজারা, হিফজ তাকমিল, ফাতওয়া  বা মুফতি বিভাগ, কেজি এন্ড হাইস্কুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। আর্তমানবতার সেবার জন্য প্রতিষ্ঠা পেল আল-মারকাজুল খাইরী আল-ইসলামী। যেখানে ২৪ঘণ্টা এম্বুলেন্স সার্ভিস, লাশ গোসলখানা রয়েছে। নির্মাণাধীন হাসপাতাল। পাশাপাশি চলছে অসংখ্য কর্মসুচি। দেশ ও জাতির মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করে যাচ্ছেন খেলাফতে রাশেদার জন্য। মহামান্য আমীর বাংলাদেশ খেলাফত মজলিস। এভাবে একজন মানুষ যেন বিশাল এক ইউনিভার্সিটি। তিনি হচ্ছেন সকলের প্রিয় ব্যক্তিত্ব, রাহবারে মিল্লাত প্রিন্সিপ্যাল মাওলানা মুহাম্মাদ হাবীবুর রাহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া।12443276_459685777575770_269550874_n

আজ তাঁরই বাগানে তাঁরই  সুযোগ্য সন্তান জামেয়া মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যারন, জামেয়া মাদানিয়া ইসলামিয়ার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা সামিউর রাহমান মুসা ও মাদরাসার স্বনামধন্য শিক্ষক মাওলানা আব্দুল খালিক একজন আলেম দ্বীনের হাতে তুলে দিলেন সেলাই মেশিন।

আত্মকর্মসংস্থান কর্মসুচির অংশ হিসেবে বিশিষ্ট মুহাদ্দিস, কমাশিসা আন্দোলনের সফল পরিচালক, সুলেখক মাওলানা শাহ আব্দুস সালাম ছালিকের হাতে দেয়া হলো সেলাই মেশিন।12921973_465177317026616_1467829645_o

শাহ আব্দুস সালাম ছালিক  সিলেটের জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রাহ. মাদরাসা থেকে দাওরায়ে হাদীস পাশ করেছেন। দোয়া করি আল্লাহপাক যেন তাকে ও তার পরিবারে স্বচ্ছলতা এনে দেন। আমীন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...