৮০ জন যাত্রীসহ মিশরে বিমান ছিনতাই, সাইপ্রাসে অবতরণ
২৯ মার্চ ২০১৬
আন্তর্জাতিক, দেশ-বিদেশ, প্রতিদিন, সংবাদ
অনলাইন ডেস্ক :: মিশরে ৮০ জন যাত্রীসহ একটি বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পর বিমানটি সাইপ্রাসে অবতরণ করেছে বলে জানা গেছে।
মিশরের এই বিমানটি ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে আলেক্সান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে অস্ত্রধারীরা বিমানটিকে ছিনতাই করে সাইপ্রাসে নিয়ে যায়।
সূত্র: আল জাজিরা/ শীর্ষ নিউজ।
৮০ জন যাত্রীসহ মিশরে বিমান ছিনতাই সাইপ্রাসে অবতরণ ২০১৬-০৩-২৯