লন্ডন ডেস্ক: ১২ ফেব্রুয়ারী লন্ডন মুসলিম সেন্টারে হয়ে গেল হজ্জফেয়ার ২০১৬। ইক্বরাবাংলা যে কমিউনিটির তা আবারো প্রমাণিত হলো। উম্মাহর জনতার ইসলামের ইক্বরা বাংলা। সৃজনশীলতায় অনন্য এক টিভির নাম। ইমাম কাশেম রাশেদ হলেন যার রূপকার। ইক্বরা বাংলার প্রতিটি কার্যক্রম ব্যতিক্রম এবং আকর্ষণীয়। নতুন করে পথচলা এবং কাজের নৈপুণ্যতায় হয়তো শত পার্সেন্ট হয়ে উঠেনি তবু আল-হামদুলিল্লাহ। শুরু হয়েছে হবে আরো শানিত ও প্রাণবন্ত।
হজরত মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্টানের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক কর্মসুচি চলে। বিভিন্ন বক্তার সারগর্ভ আলোচানার মাধ্যমে হজ্জের পুরো মাসআলা সামনে ফুটে উঠে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাহমান মনোহর পুরি সাহেবের হজ্জ সংক্রান্ত আলোচনা প্রজেক্টারের মাধ্যমে খুবই চমৎকার ছিলো।
ইক্বরা বাংলা টিভির কলাকৌশলিদের অক্লান্ত পরিশ্রমে এবং হজ্জফেয়ারে আগত ট্রাভেল্স এজেন্টদের স্টলের আয়োজন খুবইউপযুগী। যদিও আরো অনেক কিছুর সংযোজন হতে পারতো। তবুও স্বল্প সময়ের ব্যবধানে মাওলানা ফয়েজ আহমদের একক প্রচেষ্টায় এই ফলাফলের জন্য তাকে মোবারকবাদ জানাই। আগামি ২০মার্চ ওল্ডহাম এবং ২৭মার্চ বার্মিংহাম ও রয়েছে অনুরূপ হজ্জফেয়ার । তাতে সংশ্লীষ্ট সকলকে অংশগ্রহনের আহব্বান জানানো যাচ্ছে।
ইমাম কাশেম রাশেদ উপস্থিত হতে কিছুটা দেরী হলেও পরবর্তিতে তিনির বক্তব্য ও চিত্তাকর্ষক আলোচনা সকলের মনোযোগ আকর্ষন করতে সক্ষম হয়। বিশেষ করে মাওলানা ফয়েজ আহমদের সংক্ষেপে বাংলা তরজমা খুবই চমৎকার লেগেছে। আল-খাইর এগিয়ে যাক ইক্বরা টিভি এগিয়ে চলুক কমিউনিটির উন্নতি হউক সকলের হজ্জ মকবুল হউক এই চেতনার বিস্তারের মাধ্যমেই অনুষ্টানের সমাপ্তি ঘটে।