নিজস্ব প্রতিবেদক :: ইসলামিক ফাউন্ডেশন সিলেট’র সহকারী পরিচালক, ইসলামি চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম বলেছেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হক্বের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে হবে। হেকমতের সাথে সমস্ত বাতিল শক্তির মোকাবিলা করে আমাদেরকে ইসলামের তরে কাজ করতে হবে। তবেই দেশে শান্তি আসবে।
তিনি রোববার বাদ এশা উপশহরস্থ অস্থায়ী কার্যালয়ে শাহজালাল উপশহর ইসলামিক সোসাইটি সিলেটের ১ম বার্ষিক সভায় প্রধান মেহমান হিসেবে উপরোক্ত কথা বলেন। কমিটির প্রধান উপদেষ্টা দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জীর সভাপতিত্বে ও কমিটির সভাপতি মাওলানা মাসহুদ আহমদের পরিচালনায় প্রচার সম্পাদক হাফিজ মানসূর বিন সালেহ’র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।
উক্ত সভায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, ইমাম সমিতি উপশহর শাখার সভাপতি ও এফ ব্লক জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আব্দুশ শহিদ, সেক্রেটারী ও জি ব্লক জামে মসজিদের ইমাম ও হাফিজ মাওলানা আব্দুস সামাদ, ডি ব্লকের ইমাম মাওলানা আব্দুর রহীম, জামেয়া শরীয়ার প্রিন্সিপাল মুফতি আবু মুহাম্মদ ইয়াহয়া, জামেয়াতুল খাইরের শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা মুশতাক আহমদ, জি ব্লক মসজিদের সেক্রেটারী জনাব আব্দুস সালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন- কমিটির সহসভাপতি মাওলানা রেজোয়ান আহমদ, সিদ্দিকুর রাহমান, সেক্রেটারী সৈয়দ তাহির আলী, সহসেক্রেটারী শুয়াইবুর রাহমান, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, অর্থ সম্পাদক প্রচার সম্পাদক হাফিজ মানসূর বিন সালেহ, ইকবাল আহমদ, বদরুল আলম, আফজল আহমদ, আলাউদ্দিন, মাজবুব আহমদ, আব্দুল হালিম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের অগ্রগতির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।