সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:৫০
Home / দেশ-বিদেশ / জমিয়তে উলামায়ে হিন্দের কনফারেন্সে লক্ষ জনতার ঢল

জমিয়তে উলামায়ে হিন্দের কনফারেন্সে লক্ষ জনতার ঢল

দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে হিন্দের কনফারেন্স সব মত-পথ ভুলে গিয়ে এক কাতারে সবাই : লক্ষ জনতার ঢল

Untitled-1 copyইলিয়াস মশহুদ :: পৃথিবী নির্বাক! হতবাক!! অবাক তাকিয়ে দেখে বিশ্ব। কোনো ধরনের ভুল বুঝাবুঝি ছিল না। ছিলো অনন্তের প্রতি অন্তরের ঝুঁক। ছিলো দেশপ্রেম। উম্মাহপ্রেম। ছিলনা মান-অভিমান। ছিল কেবল উম্মাহর অধিকার, স্বাধিকার অাদায়ের ভিন্ন কর্মপন্থা। এবার সব ভিন্নতার জাল, ভেড়াজাল ছিন্ন করে হাতে হাত আর কাধে কাধ!

অবাক ভারতবাসী। নির্বাক পৃথিবী। নতুন পৃথিবীর প্রতি জমিয়তের নতুন চ্যালেঞ্জ। মুকাবেলা করতে অক্ষম গোটা বিশ্ব। এ চেলেঞ্জের ভূমিকামাত্র। ভারতের ৩০ কোটি মুসলমানের অধিকার রক্ষায় সব মতভেদ ভুলে গিয়ে দিল্লির ইন্দিরাগান্ধী স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে হিন্দ আয়োজিত আজকের  কনফারেন্সে লক্ষ জনতার ঢল।

1184778_709815425788343_2508001479457745165_nউপস্থিত আছেন, মুরশিদুল উম্মাহ, আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী দা. বা., আল্লামা সাইয়িদ আসজাদ মাদানী দা. বা., ক্বারী উসমান মনসুরপুরী দা. বা.,  আল্লামা সাইয়িদ মাহমূদ মাদানী দা. বা.।

জয়তু জমিয়ত। জয়তু বাংলাদেশ। জয়তু বিশ্ব। আসছে, মুসলিম উম্মাহর প্রতি নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার নতুন সবক। নতুন দিকনির্দেশনা।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...