দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে হিন্দের কনফারেন্স সব মত-পথ ভুলে গিয়ে এক কাতারে সবাই : লক্ষ জনতার ঢল
ইলিয়াস মশহুদ :: পৃথিবী নির্বাক! হতবাক!! অবাক তাকিয়ে দেখে বিশ্ব। কোনো ধরনের ভুল বুঝাবুঝি ছিল না। ছিলো অনন্তের প্রতি অন্তরের ঝুঁক। ছিলো দেশপ্রেম। উম্মাহপ্রেম। ছিলনা মান-অভিমান। ছিল কেবল উম্মাহর অধিকার, স্বাধিকার অাদায়ের ভিন্ন কর্মপন্থা। এবার সব ভিন্নতার জাল, ভেড়াজাল ছিন্ন করে হাতে হাত আর কাধে কাধ!
অবাক ভারতবাসী। নির্বাক পৃথিবী। নতুন পৃথিবীর প্রতি জমিয়তের নতুন চ্যালেঞ্জ। মুকাবেলা করতে অক্ষম গোটা বিশ্ব। এ চেলেঞ্জের ভূমিকামাত্র। ভারতের ৩০ কোটি মুসলমানের অধিকার রক্ষায় সব মতভেদ ভুলে গিয়ে দিল্লির ইন্দিরাগান্ধী স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে হিন্দ আয়োজিত আজকের কনফারেন্সে লক্ষ জনতার ঢল।
উপস্থিত আছেন, মুরশিদুল উম্মাহ, আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী দা. বা., আল্লামা সাইয়িদ আসজাদ মাদানী দা. বা., ক্বারী উসমান মনসুরপুরী দা. বা., আল্লামা সাইয়িদ মাহমূদ মাদানী দা. বা.।
জয়তু জমিয়ত। জয়তু বাংলাদেশ। জয়তু বিশ্ব। আসছে, মুসলিম উম্মাহর প্রতি নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার নতুন সবক। নতুন দিকনির্দেশনা।