বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:৩৮
Home / প্রতিদিন / সিরিয়াকে পোড়ামাটি বানাতে রাশিয়া বৃহৎ বিমান নামার রানওয়ে বানাচ্ছে

সিরিয়াকে পোড়ামাটি বানাতে রাশিয়া বৃহৎ বিমান নামার রানওয়ে বানাচ্ছে

rusia jet 1কমাশিসা ডেস্ক : সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়াতে একটি রানওয়ে বসাচ্ছে রাশিয়া। এ ছাড়া দেশটিতে রাশিয়ার শত শত সামরিক উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং টেকনিশিয়ানও পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এ সব কথা উল্লেখ করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এতে বলা হয়েছে, বড় বিমান নামতে পারে এমন দীর্ঘ রানওয়ে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে তৈরি করছে রাশিয়া। এ রানওয়ে লাতাকিয়ার হামাইমিন সামরিক বিমান ঘাটির কাছে বানানো হচ্ছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া, লন্ডন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিরিয়ার একটি কৃষি বিমানবন্দরের সম্প্রসার করছে মস্কো। এটি সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশের আল-হামিদিয়া অঞ্চলে অবস্থিত। শস্যে পোকা মারার ওষুধ ছিটানোর কাজে এ বিমানবন্দরটি ব্যবহৃত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে,  রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দরে দীর্ঘ রানওয়ের  তৈরির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সামরিক উপদেষ্টা ও সরঞ্জামাদি পাঠানোর যে সিদ্ধান্ত রাশিয়া নিয়েছে তা অনিবার্যভাবে ব্যর্থ হবে এবং ইতোমধ্যে অচল হয়ে থাকা শান্তি প্রচেষ্টা ভন্ডুল করে দেবে বলে এক সমাবেশে জানিয়েছে। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদারের সিদ্ধান্ত দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি মস্কোর সমর্থন দ্বিগুণ প্রকাশিত হয়েছে।মার্কিন কর্মকর্তারা জানান, রাশিয়া সম্প্রতি সিরিয়ায় যুদ্ধ জাহাজ, সাঁজোয়া যান ও নৌ  সেনা পাঠিয়েছে। ওবামা বলেছেন, এ ঘটনায় বোঝা যাচ্ছে, আসাদ উদ্বিগ্ন যে তার ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে। এক অনুষ্ঠানে ওবামা বলেন, রাশিয়া আসাদের প্রতি সমর্থন দ্বিগুণ করার যে কৌশল নিয়েছে তা বিরাট ভুল বলে তিনি মনে করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা রাশিয়াকে জানাতে চাই, তারা যে কৌশল নিয়েছে তা ব্যর্থ হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি রাশিয়াই ইসলামিক স্টেটের আইএস এর হুমকির মুখে রয়েছে। বিবিসি, এএফপি।rusia jet

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...