শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:৫৮
Home / খোলা জানালা / এলোমেলো ভাবনা

এলোমেলো ভাবনা

লিখেছন: লাবিব আব্দুল্লাহ

জীবেনর যত ভুল !

sad imageআমার বয়স চল্লিশ৷ সরকার আমাকে একটি পরিচয়পত্র দিয়েছে তাতে জন্ম লেখা ১৯৭৪ সাল৷ সে বছর দেশে দুর্ভিক্ষ ছিলো৷ আমার জীবনেও আছে সেই ভয়াল দুর্ভিক্ষের ছাপ৷ গ্রামে দুর্ভিক্ষকে আহাল বলে৷ আহালের বছর জন্ম৷ পড়ালেখা অপরিকল্পিত৷ কর্মজীবন অপরিকল্পিত৷ সব কিছু প্লানহীন৷ গরীবের কোনো প্লান নেই৷ প্লান করলেও সেই প্লানের সঠিক বাস্তাবায়ণ সম্ভব নয়৷ বিশেষকরে আমাদের দেশে৷
জীবন বহতা নদী৷ জীবন মানে স্ট্রাগল৷ জীবন মানে সংগ্রাম৷ জীবন মানে জয় পরাজয়ের খেলা৷
আমার জীবনের দিনগুলো সীমিত৷ জীবনের চাওয়া পাওয়াও ছোট৷ ছোট জীবনে কিছু কিছু ভুল আছে৷ এই ভুল আমার ধারণায়৷ আমার ছোট চোখে৷ আমার ছোট ভুলগুলো আমার কাছে বড় ভুল৷ ভুলকে কেউ কেউ ভূল লেখে৷ আমার জীবনে ভূল নেই৷ আছে ভুল৷ তাকদীরে বিশ্বাসী হয়েও মনে করি ভুলগুলো বলা প্রয়োজন৷ ভুল অনেক৷ দশটা লেখলেও একটি ভুল সিরিজ হবে৷ আই ডি হ্যাকড না হলে প্রিয় সিয়াম হাসান প্রিন্ট করে রাখবে আমার ভুলগুলো৷ আমার ছেলে মেয়েরা বুঝবে কী কী ভুল করে ছিলাম৷ তাঁরা পড়ে আমাকে বোকা মনে করতে পারে৷ আবার মিটি মিটি হাসতে পারে৷ আবার ভুল থেকে শিক্ষাও নিতে পারে৷ আপতত ছেলে মেয়ে কেউ এইসব বাজে লেখার পাঠক না৷ তাদেরকে আধুনিক যন্ত্রের যন্ত্রণা থেকে দূরে রাখার চেষ্টা করি৷ যদিও তারা আমারচে বেশি পন্ডিত মোবাইলে গেম পেলে৷ ছোট যত তত পন্ডিত৷
সেইসব ভুল লাইক কমেন্ট কামানো বা উপার্জনের মতলবে লেখছি না৷ লাইক কমেন্ট এটি সাময়্ক বিষয়৷ আমার যত দুর্নাম এইসব লাইকে তা মুছবে না৷ আরও কিছু দুর্নাম হাসিল হতে পারে এই ভুলগুলো লিখলে৷ যে যা বলবে বলিতে থাকবে আমি আমার ছোট বড় ভুলগুলো লিখে যাবো৷ তবে সব বলা যায় না৷ যাবে না৷ গরীবের কোনো জীবনী নেই৷ আত্মজীবনীও নেই৷ তাই এই ভুলগুলো আত্মজৈবনিকও না৷ জীবনের জানালায় যা দেখেছি সেই আলোকে ভুল৷ শুরু করেছিলাম শিক্ষকের ডায়েরি৷ এখন তা শেষ না করতেই হয়ে গেলাম হাসপাতালের যাযাবর৷ যাযাবরের রাত দিন লিখলাম ২৪ পর্বে৷ একটি পাটের ঝুলি কিনে ছিলাম৷ সেই ঝুলির চেইন ছেড়া এখন৷ সেই ছেড়া ঝুলি নিয়ে ওড়াওড়ি করি আর লিখি হুদহুদের ঝুলি৷ সেটি চলতে থাকবে৷ ঝুলি থাক বা হারিয়ে যাক৷
শিক্ষকের ডায়েরি লেখার ফুরসত পাচ্ছি না৷ সেটি লিখতে হয় স্মৃতির সাগরের তলদেশে গিয়ে৷ গরীবের আবার স্মৃতি হয়! গরীবের স্মৃতি সব কষ্ট ও দুখের কথা৷

ভুল: ওয়ান
ছাত্র জীবনে শিক্ষার পরামর্শক না থাকা৷
কাউকে দোষ না দিয়ে বলি৷ যখন দাওরার বছর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরে ভর্তি ফরম পূরণ করে জমা দেই৷ তখন ফরমে তালীমী মুরুব্বীর একটি অপশন ছিলো৷ কাকে বলে? কী? ককে বানাবো কিছুই না জেনে নাম দিলাম শায়খ নোমান আহমদের নাম৷ ভর্তি পরীক্ষায় নম্বর পেয়ে ছিলাম ৭৪৷ মনে হয় খানার নম্বর৷ উস্তায নোমান আহমদের দস্তখতও ছিলো৷ কিন্তু চলে আসি ময়মনসিংহে৷ ভুল বা শুদ্ধ জানি না তবে চালাকরা দাওরা পড়ে ঢাকায়৷ রাজধানীতে৷
যে ছেলে দাওরার বছর শুনল শিক্ষা বিষয়ক পরামর্শক প্রয়োজন তাঁর পড়ালেখা কতটা অগোছালো তা কি আর বলতে হয়?
ছাত্র জীবনে আরও কিছু ভুল পরে লিখবো যদি মন চায়৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

তথ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন চলচ্চিত্রকর্মীরা!

কমাশিসা ডেস্ক:: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্রকর্মীদের সমন্বিত সংগঠন ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ ...