শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ ভোর ৫:৩৬
Home / প্রতিদিন / হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু ২০ মার্চ

হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু ২০ মার্চ

imagesঅনলাইন ডেস্ক :: আগামী ২০ মার্চ থেকে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইন প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী হজ মেলার উদ্বোধনকালে মন্ত্রী একথা জানান।
তিনি বলেন, সব ধরণের হয়রানি থেকে মুক্ত রাখতে প্রথমবারের মতো প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু হতে যাচ্ছে।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১,৭৫৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং অবশিষ্ট ৯১,৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
হজের প্রাক-নিবন্ধনের প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া অনলাইনে নিবন্ধনের প্রস্তুতির পাশাপাশি লাইসেন্স নবায়ন ও বৈধ হজ এজেন্সির তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে এবার প্রথমবারের মতো হজযাত্রীদের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) মাধ্যমে টাকা জমা দিয়ে কুরবানীর কাজ সম্পাদন করতে হবে বলে সৌদি কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...