মুসলিমবিশ্ব ডেস্ক :: পাকিস্তানের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামেয়া আশরাফিয়া লাহোরের সুদীর্ঘ ৫৫ বছরের মুহতামিম, দারুল উলূম দেওবন্দের স্বনামধন্য ফাযিল, উপমহাদেশে হাদিসের সবচেয়ে উঁচু সনদধারী, আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরী রাহ.’র সান্নিধ্যপ্রাপ্ত, হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহ. ও শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহ.’র অত্যন্ত ঘনিষ্ঠ শাগিরদ, হযরত মাওলানা মুফতি উবায়দুল্লাহ দীর্ঘদিন অসুস্থ থাকার পর লাহোরের স্থানীয় একটি হসপিটালে গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
গতকাল শুক্রবার জুমআর নামাযের পর হযরতের সুযোগ্য ছেলে, জামেয়া আশরাফিয়া লাহোরের নাযিমে আ’লা ক্বারী আরশাদ উবাইদ তাঁর জানাজায় ইমামতি করেন। এতে পাকিস্তানের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, রাজনীতিবিদসহ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। সূত্র- উর্দু পয়েন্ট।