বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৮:৫৭
Home / অনুসন্ধান / কওমি মাদরাসা কর্তৃপক্ষ আইন পাসের দাবি ১১টি বোর্ডের শীর্ষ আলেমদের

কওমি মাদরাসা কর্তৃপক্ষ আইন পাসের দাবি ১১টি বোর্ডের শীর্ষ আলেমদের

পদ সাম্রাজ্য আর ক্ষমতার লোভে যারা কওমিকে ধংসের দিকে ঠেলে নিয়ে যেতে চান, তাদের চিহ্নিত করার উপযুক্ত সময় এখন

11111111111কমাশিসা স্বদেশ ডেস্ক :: কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দসহ ১১টি আঞ্চলিক বোর্ডের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ও শীর্ষ আলেমরা এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে সংশোধিত কওমি মাদরাসা কর্তৃপক্ষ আইন পাসের দাবি জানিয়েছেন। তানজিমুল মাদারিসিল কওমিয়া কাপাসিয়া, গাজীপুরের চেয়ারম্যান অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শনিবার বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

বিবৃতিতে বোর্ড নেতারা বলেন, “কওমি মাদরাসার সনদের স্বীকৃতি এদেশের লাখ লাখ উলামা-মাশায়েখ এবং প্রায় অর্ধকোটি ছাত্রের প্রাণের দাবি। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এ দাবিতে রাজপথে অনশন করেছেন। লাখ লাখ ছাত্র-শিক্ষক এর জন্য বহু সংগ্রাম করেছেন। যার ফলে গত সরকারের আমলে টাস্কফোর্স গঠিত হয় এবং বর্তমান সরকারের আমলে কওমি কমিশন গঠিত হয়। এরই ধারাবাহিকতায় কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন পাসের মাধ্যমে কওমি সনদের স্বীকৃতির চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে।”

শীর্ষ আলেমরা বলেন, “দারুল উলুম দেওবন্দের উসুলে হাশতেগানার আলোকে আল্লামা মাহমুদুল হাসান ওই খসড়া আইনটিতে যে সংশোধনী দিয়েছেন সেটি আইনে পরিণত হলে কওমি মাদরাসার স্বকীয়তা, স্বাতন্ত্র ও বৈশিষ্ট্য পুরোপুরি অক্ষুণ্ন থাকবে। এজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে এর প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করছি।”

তারা বলেন, “অতএব আমরা এ দেশের সর্বস্তরের কওমি ছাত্র-শিক্ষককে স্বীকৃতির পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং অবিলম্বে সংশোধিত কওমি শিক্ষা কর্তৃপক্ষ আইন পাস করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”

বিবৃতি দানকারী শীর্ষ আলেমরা হলেন- বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও কুমিল্লা আঞ্চলিক বোর্ডের সভাপতি আল্লামা আশরাফ আলী; বেফাকের প্রভাবশালী সহ-সভাপতি ও জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক আল্লামা আনোয়ার শাহ্; ইত্তেহাদুল মাদারিস চট্টগ্রামের সভাপতি আল্লামা সুলতান যওক এবং সেক্রেটারি ও পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আব্দুল হালীম বুখারী; চট্রগ্রাম জিরি মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়্যেব; বেফাকের সহ-সভাপতি ও সিলেট কাজির বাজার মাদরাসার মহাপরিচালক প্রিন্সিপ্যাল হাবীবুর রহমান।ima

বিবৃতিদাতা অন্য আলেমরা হলেন-মাওলানা মুসলেহুদ্দীন রাজু  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বেফাক ও মহাপরিচালক গহরপুর মাদরাসা সিলেট; মাওলানা নেজামউদ্দীন শাইখুল হাদীস গহরপুর মাদরাসা ও বেফাক সদস্য; মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী শায়খুল হাদিস মুন্সিবাজার মাদরাসা মৌলভীবাজার ও বেফাক সদস্য; মুফতি হাবীবুর রহমান সেক্রেটারি জেনারেল তানজিমুল মাদারিস, ফেনী; আল্লামা হাফেজ আজিজুল্লাহ সেক্রেটারি জেনারেল জমিয়তুল মাদারিসিল কওমিয়া, নোয়াখালী; আল্লামা আশেকে মুস্তফা সভাপতি, ইত্তেহাদুল মাদারিস গাজীপুর ও মুহতামিম, লতিফপুর মাদরাসা, গাজীপুর; আল্লামা শওকত হুসাইন সরকার মুহতামিম, দারুল উলূম দত্তপাড়া ও সভাপতি তানযীমুল মাদারিস নরসিংদী; আল্লামা মুফতী ইব্রাহীম খলীল যুগ্ম সম্পাদক, তানজিমুল মাদারিস উত্তরবঙ্গ, মুহতামিম দারুল উলূম কওমী মাদরাসা, পাবনা; আল্লামা রফিক আহমাদ মুহতামিম, মতিঝিল দারুল উলূম মাদ্রাসা ও সাবেক সিনিয়র ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ; আল্লামা মুফতি মনসুরুল হক শাইখুল হাদীস ও প্রধান মুফতি জামিয়া রাহমানিয়া আলী অ্যান্ড নুর ঢাকা;  মুফতি মিযানুর রহমান সাঈদ মহাপরিচালক, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা; মুফতি জাফর আহমদ প্রিন্সিপ্যাল, ঢালকানগর মাদরাসা ঢাকা; মাওলানা নূরুল ইসলাম সেক্রেটারি, ইত্তেহাদুল মাদারিস বোর্ড গাজীপুর; মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর ও আমির ফরায়েজি জামাত বাংলাদেশ; মাওলানা আকরাম আলী মুহতামিম, জামিয়া ইসলামিয়া আজীজিয়া বাহিরদিয়া, ফরিদপুর; মাওলানা আব্দুল্লাহ মুহতামিম, মাওনা মাদরাসা গাজীপুর; মাওলানা সাজিদুর রহমান কওমী শিক্ষা বোর্ড, বি-বাড়িয়া; মাওলানা শফিকুল ইসলাম জালালাবাদী শায়খুল হাদিস জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ; মাওলানা রেজাউল ইসলাম মুহতামিম, দারুল উলুম মীরপুর, ঢাকা; মাওলানা মাহমূদুল হাসান সিরাজী মুহতামিম, জামিয়াতুল আবরার, মাতুয়াইল, ঢাকা; আল্লামা মুফাজ্জল হুসাইন মুহতামিম, জামিয়া ইসলামিয়া, তাঁতী বাজার, ঢাকা; মাওলানা আব্দুল আজীজ মুহতামিম, জামিয়া ইসলামিয়া ধুলেরচর, টাঙ্গাইল; মাওলানা আবু সাইদ  মুহতামিম, জামিয়া মাহমুদিয়া মোমেনশাহী; মাওলানা আশরাফ আলী মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ মাজাহেরুল উলুম মোমেনশাহী; মাওলানা আব্দুল হালিম মুহতামিম, জামিয়া ফারুকিয়া, মোমেনশাহী; মাওলানা আব্দুল করিম মুহতামিম, জামিয়াতুত তাকওয়া, গফরগাঁও; মাওলানা নুরুল আলম মুহতামিম জামিয়া গফুরিয়া দারুস সুন্নাহ, ইসলামপুর, মোমেনশাহী; মাওলানা নুর হুসাইন জামিয়া ইসলামিয়া দা. উ. মাঝিয়াল, মোমেনশাহী; মাওলানা সলীম উদ্দীন কাসেমী মুহতামিম, ইসলামিয়া মাদরাসা, রাজশাহী; মাওলানা আব্দুর রউফ মুহতামিম, জামিয়া হুসাইনিয়া মদীনাতুল উলূম মাদরাসা, সিরাজগঞ্জ; মাওলানা মঞ্জুর আহমাদ মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ বিশ্বোরোড, কুমিল্লা; মাওলানা ফারুক আহমাদ মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ, বি-বাড়ীয়া; মাওলানা ইমরান মুহতামিম, খতমে নবুওয়াত মাদরাসা, বি-বাড়ীয়া; মাওলানা ফয়জুদ্দীন, মুহতামিম, কাছেমুল উলুম মাদরাসা তারাইল কিশোরগঞ্জ; মাওলানা নুরুল ইসলাম মুহতামিম, জামিয়া ছিদ্দিকিয়া তেরাবাজার শেরপুর; মাওলানা ছফীরুদ্দীন শিক্ষাসচিব, জামিয়া ছিদ্দিকিয়া তেরাবাজার শেরপুর; মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরীদী মুহতামিম, জামিয়াতুস্ সুন্নাহ শিবচর, মাদারীপুর

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...