এহসান মুজাহির :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সুমনা সিনহা লক্ষ্মীপুর চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একই সঙ্গে নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন জান্নাতুল ফেরদাউস।
জান্নাতুল ফেরদাউস জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং লক্ষ্মীপুরে স্থায়ী বসবাস করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
গত এক বছর ধরে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে চিন্তা-ভাবনা করে ইসলামী বিভিন্ন বিষয়ে বইপুস্তক পড়াশোনা শুরু করেন জান্নাতুল ফেরদাউস। আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট স্বাক্ষরিত স্মারক নং ২৪৭ মুসলিম আইন অনুযায়ী কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যেমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামে দিক্ষিত হন। তিনি মৌলভীবাজার সরকারী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী ছিলেন।
জান্নাতুল ফেরদাউস আরো জানান, সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আমি অনেক ধর্ম যাচাই-বাছাই করে বুঝতে পেরেছি, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। তিনি এখন থেকে হিজাব পরেন এবং নিয়মিত কুরআন হাদীস ও ইসলাম ধর্মের নিয়ম অনুসারে চলাফেরা করবেন।
আলাপকালে ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আমির আলী জানান, তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯নং ইউনিয়নের শ্রীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা কুলচন্দ্র সিংহের মেয়ে।