শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৮:৩৮
Home / আকাবির-আসলাফ / নিভৃতচারী কুরআনের সাধক মাওলানা আলী আকবর সিদ্দিক শায়খে ভানুগাছী আর নেই

নিভৃতচারী কুরআনের সাধক মাওলানা আলী আকবর সিদ্দিক শায়খে ভানুগাছী আর নেই

12832437_1708689346051091_6227751677234885124_nইলিয়াস মশহুদ :: কুরআনুল করিমের একনিষ্ঠ খেদমতগার, কুরআনের বিশুদ্ধ পঠন-পাঠনে, কুরআনকেন্দ্রীক চিন্তার জাগরণে অত্যুজ্জ্বল, নিভৃতচারী কুরআনের সাধক, আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশেরে প্রতিষ্ঠাতা সভাপতি, জামিয়া তা’লীমুল কুরআন গোটাটিকর সিলেট, সরইবাড়ী ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদরাসা এবং ভানুগাছ জামিয়া তাজবীদুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক শায়খে ভানুগাছী হুজুর আর নেই। ইন্নালিল্লাহি….রাজিউন।

আজ সকাল সাড়ে ৬ টা ৩০মিনিটের সময় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে বৃহত্তর সিলেটসহ গোটা বাংলাদেশ বড় মাপের একজন মুখলিছ ক্বুরআনের খাদেমকে হারালো। মরহুমের জানাযার নামায আজ বিকাল ৫ ঘটিকার সময় তাঁর প্রতিষ্ঠিত গোটাটিকরস্ত আঞ্জুমান কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

 

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...