অনলাইন ডেস্ক :: ইসলাম বিদ্বেষী লেখক সালমান রুশদির মাথার মূল্য ৬ লাখ ডলার বৃদ্ধি করেছে ইরান। এখন থেকে ২৭ বছর আগে তার বিরুদ্ধে ‘স্যাটানিক ভার্সাস’ লেখার কারণে ফতোয়া দিয়েছিলেন প্রয়াত আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনি। সেই ফতোয়া এখনও বহাল আছে। তবে ইতিমধ্যে কয়েক দফায় পুরষ্কারের অংক বেড়েছে।
নতুন করে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় ঘোষণা দেয়া হয়েছে বৃটিশ লেখক সালমান রুশদিকে হত্যা করতে পারলে আগের পুরস্কারের অংকের থেকে আরও ৬ লাখ ডলার দেয়া হবে।
ইরানে ১৯৭৯ সালের বিপ্লবের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনি প্রথমে সালমান রুশদির বিরুদ্ধে তাকে হত্যার ফতোয়া জারি করেন। এর পর সালমান রুশদি আত্মগোপনে চলে যান। খোমেনি মারা যাওয়ার পরও তার ফতোয়া বহাল আছে।
ইরানের একটি ধনশালী ধর্মীয় প্রতিষ্ঠান এই ফতোয়া কার্যকর করতে পারলে ২৭ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করে। ২০১২ সালে তা বর্ধিত করে ৩৩ লাখ ডলার করা হয়। ডিজিটাল টেকনোলজি প্রদর্শনীর সংগঠক মানসুর আমিরি বলেছেন, ঐতিহাসিক ওই ফতোয়া এখনও বহাল আছে। এর ২৭তম বার্ষিকীতে মিডিয়া আউটলেটে আরও ৬ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছে।