শাইখ বাহাউল ইসলাম
প্রশ্ন:-অন্ধ অথবা কান লেজ কাটা পশু কুরবানী করা জাবে কি?
উত্তর:-যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু কুরবানী করা জায়েয নয়। আর যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কুরবানী জায়েয নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কুরবানী জায়েয। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই।
والله اعلم بالصواب
জামে তিরমিযী ১/২৭৫, মুসনাদে আহমদ ১/৬১০, কাযীখান ৩/৩৫২, আলমগীরী ৫/২৯৭-২৯৮
এটাও পড়তে পারেন
শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা
শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা শবে বরাতের আভিধানিক অর্থ অনুসন্ধান: শব ফারসি শব্দ। অর্থ ...