শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:০৮
Home / প্রতিদিন / ময়মনসিংহকে অষ্টম বিভাগ ঘোষণা

ময়মনসিংহকে অষ্টম বিভাগ ঘোষণা

BD Mapকমাশিসা ডেস্ক: চার জেলা নিয়ে নতুন বিভাগ হলো ময়মনসিংহ। পূরণ হলো বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি। এটি হবে দেশের ৮ম বিভাগ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ ও নিকার সভা অনুষ্ঠিত হয়। নিকার সভায় নতুন বিভাগের বিষয়ে এ চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

সভাশেষে দুপুরে সংবাদ সম্মেলনে একথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
তিনি বলেন, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা নিয়ে বিভাগ হচ্ছে। এর হেড কোয়ার্টার হবে ময়মনসিংহে। টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থাকছে না। আয়তন হবে ১০ হাজার ৫শ ৮৪ বর্গকিলোমিটার। লোকসংখ্যা এক কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৬শ ৬ জন। সচিব জানান, এর নীতিগত সিদ্ধান্ত জানুয়ারিতেই হয়েছিলো। এবার চূড়ান্তভাবে ময়মনসিংহ বিভাগ হতে যাচ্ছে। সচিব বলেন, পরে ঢাকা বিভাগও পুনর্বিন্যাস হবে। এছাড়া কুমিল্লা ও নোয়াখালী মিলে আরেকটি বিভাগ হবে। বৃহত্তর ফরিদপুরও বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এ সিদ্ধান্তগুলোও গত জানুয়ারিতেই নেওয়া হয়।  সভায় পিরোজপুরের ভান্ডারিয়া ও হোমনাকে পৌরসভা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, পৌরসভা হওয়ার মতোই জায়গা এগুলো।

সুত্র: অনলাইন পত্রিকা

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...