শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:০১
Home / অনুসন্ধান / প্রিয় স্পেন! প্রিয় কুরতুবা!! প্রিয় জাবালুত তারিক!!!

প্রিয় স্পেন! প্রিয় কুরতুবা!! প্রিয় জাবালুত তারিক!!!

11121778_1572333569686919_9017053963344166755_nরেজাউল করীম আবরার ::
অনেকদিন পর আজকে আবার শায়খুল ইসলাম আল্লামা তাকী উসমানী দাঃবাঃ এর স্পেন সফরনামা পড়লাম। কলমের কালিতে নয়, হৃদয়ের তপ্ত অশ্রু দিয়ে লেখা। গড়গড় করে অশ্রু বান ডেকেছে কলমের কালি হয়ে। আপনি কাঁদতে হবেনা। কয়েক পৃষ্টা পড়র পর দেখবেন, নিজের অজান্তে কয়েক ফোঁটা অশ্রু গিয়ে মিশে গেছে কালো কালির হরফে। তারিক বিন জিয়াদের সেই বিরত্বগাথা বক্তব্য যখন পড়বেন, আপনার রক্ত টগবগ করে উঠবে। আপনার মন ছুটে যাবে বহুদুরের সেই সাগরের তীরবর্তী রনক্ষেত্রে!
কর্ডোভা। এক কালের ইলমের মারকায।দিন রাত এখানে ইলমের সরোবেরে অবগাহণ করেছেন কত নাম না জানা মনীষি। ইউরোপের অসভ্য,বর্বররা মুসলমানদের আচরণ, চলাফেরা দেখে পেয়েছিল সভ্যতার ছোয়া! এখান থেকেই প্রবাহিত হয়েছিল জ্ঞানের ঝর্ণা! যার থেকে অঞ্জলী ভরে তৃপ্ত হয়েছিল পুরো দুনিয়া্। এখানে ফুটেছিল বিভিন্ন জাতের ফুল,সৌরভে যাদের বিমোহিত হয়েছিল তামাম দুনিয়া!

index000এরপরের ইতিহাস। বড়ই করুণ! বড়ই নির্মম! আমরা ডুবে গেলাম আয়েশীর মহা সমুদ্রে। শত্রুরা শান দিল তরবারী। বর্শার ফলা যখন আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে,আমরা তখন মদ আর নারী নিয়ে বেঘুরে ঘুমাচ্ছি! এভাবেই হাতছাড়া হল স্পেন। পিয় কুরতুবা! আল হামরা,মুসলিম সভ্যতার নিদর্শন হয়ে এখনো দাড়িয়ে আছে স্পেনে। রাস্তার পাশের গির্জাগুলোর আকাশচুম্বি মিনার গুলো যদি কথা বলতে পারত,মানুষের মত দুঃখে কান্না করতে পারত, তাহলে হয়ত আমরা বুঝতে পারতাম যে,সেগুলো গির্জা নয়। আল্লাহর ঘর মসজিদ। এককালে এখানে সিজদায় লুঠিয়ে পড়েছিল কত পূণ্যাত্বা! কত ওলী, দরবেশ নিস্তব্ধ নিশিতে মেতে উঠেছিলেন প্রেম খেলায় প্রভূর সাথে! কত গোনাহগারের অনুতপ্ত অশ্রু কম্পন সৃষ্টি করেছিল আল্লাহর আরশে!
কর্ডোভার সেই ঐতিহাসিক মসজিদ! শাযখুল ইসলাম তাকী উসমানী সেখানে গিয়ে অতীতে হারিয়ে যান্। এখনতো সেটা মসজিদ নয়। প্রকান্ড গির্জা! তাকী উসমানী সেখানে দু রাকাত নামাজ পড়লেন! আহারে! যে মসজিদ মুখরিত থাকত আল্রাহর প্রিয় বান্দাদের কলকাকলীতে! সেই মসজিদের লোকেরা তাকী উসমানীর নামাজ দেখে অবাক হয়ে গেল! কারণ তারা বুজতে পারছিলনা যে,লোকটি কি করছে!নিজেদের ব্যর্থতা এবং অতীতের কালো অধ্যায় পীড়া দিচ্ছিল তাকী উসমানীকে।এজন্য তিনি সেখানে বেশিক্ষণ অবস্থান করেননি।

স্পেন! প্রিয় স্পেন!! আমাদের নাড়ীছেঁড়া ধন!মুসলমানদের রক্ত এবং অশ্রুতে সিঞ্চিত ভূমি! হারিয়েছি কত কাল হল! স্পেনের মাটি কতকাল থেকে শুনছেনা আল্লাহর রাস্তার মুজাহিদদের তরবারীর ঝনঝনানি। স্পেন পথ চেয়ে আছে আরেক তারেক বিন জিয়াদের! যিনি তাকে মুক্তি দিবেন খোদাদ্রোহিদের নাপাক হাত থেকে। হিলালী নিশান পতপত করে উড়াবেন স্পেনের আকাশে! আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও! আমাদের হারানো ধন ফিরিয়ে দাও! আমীন।

লেখক : শিক্ষক, প্রাবন্ধিক।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...