শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৫৯
Home / প্রতিদিন / ২টি ডিমের মূল্য ১৫০০০ (পনেরো হাজার) টাকা!

২টি ডিমের মূল্য ১৫০০০ (পনেরো হাজার) টাকা!

imagesইলিয়াস মশহুদ :: কী, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। গতকাল “ইসলামিক রিচার্স সেন্টার টিলাগড় সিলেট’র মাহফিল ছিলো। শুভাগমন করেছিলেন আওলাদে রাসূল আল্লামা সাইয়েদ আসজাদ মাদানী হাফিযাহুল্লাহ। বয়ানের পর মাদরাসার জন্যে চাঁদা উঠালেন। বললেন, এক টাকা থেকে হাজার বা তার বেশি; যার যতটুকু সুযোগ আছে নগদ দান করুন। আর যারা পরে দিবেন তারা নাম লেখান। নাম লেখা চলছে। হটাৎ এক লোক এসে দুইটি ডিম দান করলেন। হযরত মাদানী ডিম দু’টি হাতে নিয়ে বললেন, ‘ইয়াহা নিলাম করদো’ (এগুলো নিলামে বিক্রি হবে।) নিলাম শুরু হলো। শেষ পর্যন্ত ডিম দু’টি বিক্রি হলো ১৫০০০ (পনেরো হাজার) টাকায়।

হযরত মাদানী সৌভাগ্যবান ক্রেতার হাতে ডিম তুলে দিলেন এবং বরকতের দুআ করলেন। সুবহানাল্লাহ!

 

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...