শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:৫৯
Home / অনুসন্ধান / গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় ভার্থখলা মাদরাসার দাওরায়ে হাদিসের ছাত্র নিহত : আহত ৪জন

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় ভার্থখলা মাদরাসার দাওরায়ে হাদিসের ছাত্র নিহত : আহত ৪জন

133063_1ইলিয়াস মশহুদ :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নগরীরর ভার্থখলা মাদরাসার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুঘর্টনায় আরও চার শিক্ষার্থী আহত হন।
নিহত মাদ্রাসা ছাত্র সাইদুল ইসলাম (২৫)। সে মইমনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার রামপুর কোনাপাড়া গ্রামের মো. মোতাল্লেবের ছেলে। সাইদুল ইসলাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদরাসার তাকমীল ফিল হাদিসের ছাত্র।
আহতদের মধ্যে বিশিষ্ট লেখক, সাংবাদিক মাওলানা ইকবাল হাসান জাহিদ এর ছোট ভাই ফেসবুকের পরিচিত মুখ আহবাব হাসান সাজিদ এর অবস্তা আশংকাজনক বলে জানা গেছে।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদরাসার ছাত্র বলে জানা গেছে। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে তামাবিলমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো- চ- ০২-২৮১৫) গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশ্র্বর্তী খালে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান মাদ্রাসা ছাত্র সাইদুল ইসলাম। দুর্ঘটনায় চালকসহ মাদরাসার অপর চার ছাত্র আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
উল্লেখ্য, অসুস্থ শাইখুল হাদিস আল্লামা রফিকুল হক “থুবাঙ্গী হুজুর” দেখতে তার বাড়ীতে যাওয়ার পথে জাফলং-তামাবিল রোডে বাঘের সড়ক স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
জামেয়া মাদানিয়া কাজির বাজার এর মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, জামেয়ার শিক্ষক মাওলানা আব্দুল খালিক, বিশিষ্ট ব্য্বসায়ী আমিন আহমদ রাজু, জামেয়ার শিক্ষক ফাহাদ আমান, ওসমানি মেডিকেলে আহত ছাত্রদের দেখতে যান এবং সুস্ততার জন্য মুনাজাত করেন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...