রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:৩৬
Home / আকাবির-আসলাফ / অসুস্থ প্রিন্সিপাল হাবিবকে দেখতে গেলেন ড. আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে খেলাফত মজলিসেরে কেন্দ্রীয় নেতারা

অসুস্থ প্রিন্সিপাল হাবিবকে দেখতে গেলেন ড. আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে খেলাফত মজলিসেরে কেন্দ্রীয় নেতারা

12439033_10201275927696257_3059340240831892580_nকমাশিসা ডেস্ক :: খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মুজিবুর রহমান পেশোয়ারী ও মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের নেতৃত্বে খেলাফত মজলিসের একটি দল আজ দেখতে যান, জমেয়া মাদানিয়া ইসলামিয় কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানকে।

অসুস্থ প্রিন্সিপালকে দেখতে যাওয়া দলে ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুনতাসির আলী, খেলাফত মজলিস সিলেট বিভাগের তত্তাবধায়ক ডাক্তার নজরুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুশাহীদ আলী ও মাওলানা রওনক আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ দেশের ইসলামী রাজনীতির পুরোধা মহান এই ব্যক্তিত্বের আশু রোগমুক্তি কামনা করেন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...