রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:৫৪
Home / কুইজ-প্রতিযোগিতা / ভাষার মাসে লেখালেখি প্রতিযোগিতা

ভাষার মাসে লেখালেখি প্রতিযোগিতা

12241245_1731311480435917_6420710393935094606_nসুপ্রিয় লিখিয়ে বন্ধুরা!
প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘মাতৃভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ বিষয়ে পাক্ষিক দূরবীন আয়োজন করতে যাচ্ছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে “সৃজনশীল লেখালেখি প্রতিযোগিতা ২০১৬”। প্রতিযোগিতাটি আগামী ২৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। প্রতিযোগিতায় বিচারক হিশেবে থাকবেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, কবি-সাহিত্যিকগণ।

প্রতিযোগিতার বিষয়
ক্যাটাগরি/বিভাগ [মাতৃভাষা বিষয়ক] ০ ক্যাটাগরি ১ (কবিতা-ছড়া)
০ ক্যাটাগরি ২ (রচনা, গল্প, চিঠি)
০ ক্যাটাগরি ৩ (প্রবন্ধ। সর্বোচ্চ ৭০০শব্দ)

১ম পুরস্কার : ২০০০ টাকা বা সমমানের বই।
২য় পুরস্কার : ১৫০০ টাকা বা সমমানের বই।
৩য় পুরস্কার : ১০০০ টাকা বা সমমানের বই।
বিশেষ পুরস্কার : ৭টি

সাধারণ তথ্য
০ ভাষার মাস ফেব্রুয়ারিকে উপলক্ষ করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
০ প্রতি ক্যাটাগরি/বিভাগে ৩ জন করে মোট ৯ জন লেখক পুরস্কারের জন্য মনোনীত হবেন।
০ সম্পূর্ণ আয়োজনে একজন প্রতিযোগিকে একটি ক্যাটাগরি/বিভাগে একবারই পুরষ্কার দেয়া হবে।
০ আয়োজনের জন্য প্রেরিত লেখা অপ্রকাশিত হতে হবে। অন্য কোন অনলাইন/অফলাইন মিডিয়াতে ইতিপূর্বে অথবা প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রকাশিত কোন লেখা এই আয়োজনের জন্য বিবেচনা করা হবে না।

লেখা গ্রহণ ও প্রাথমিক নির্বাচন : জানুয়ারির ২৮ থেকে ১১ ফেব্রয়ারি বৃহস্পতিবার পর্যন্ত জমাকৃত সকল লেখা “লেখা নির্বাচন কমিটি” কর্তৃক নির্বাচন করা হবে।

লেখা পাঠানোর ঠিকানা : E-mail : durbinsylbd@gmail.com

শুভেচ্ছা জ্ঞাপন : ফেব্রুয়ারির ১৫ তারিখ সোমবার বিজয়ী ১০জন লেখককে অনলাইনে শুভেচ্ছা জানানো হবে এবং বিচারকদের বাছাইকৃত সেরা লেখার জন্য লেখকদের মনোনীত করে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

মূল্যায়ন প্রক্রিয়া : বিচারকগণ প্রতিটি লেখাকে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করবেন।

ফলাফল প্রকাশ : ১৮ বৃহস্পতিবার

পুরস্কার বিতরণী : ২১ ফেব্রুয়ারি রবিবার

সময় : বিকাল ৫টা

স্থান : [সিলেট শহর। স্থান পরবর্তীতে জানানো হবে]

প্রতিযোগিতা সংক্রান্ত কোনাকিছু পরিবর্তন-পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংক্ষরণ করে।

আয়োজনে : পাক্ষিক দূরবীন

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...