কমাশিসা ডেস্ক:
সকল প্রকার বৈরী পরিবেশ ও সমালোচনাকে উপেক্ষা করে কমাশিসা কর্মসুচীকে এগিয়ে নিয়ে যেতে হবে। কমাশিসা ব্লগ তথা অনলাইন কমাশিসা ডটকম মিডিয়া উন্মুক্ত হওয়ার প্রাক্ষালে বিশিষ্ট্য জনের মন্তব্য ও গুরুত্বপুর্ণ পরামর্শ। বিশিষ্ট্য ইসলামি চিন্তাবিদ টিভি ভাষ্যকার মুফতী শাইখ হাসান নুরি চৌধুরী, বিশিষ্ট্য শিক্ষাবিদ তরুণ আলেমে দ্বীন শাইখ নুফাইস আহমদ বরকতপুরী, বিশিষ্ট্য শিক্ষাবিদ মুহাদ্দিস মুফতী মওসুফ আহমদ, প্রাক্তন ছাত্র নেতা তরুণ আলেমে দ্বীন টিভি ভাষ্যকার মুফতী সালেহ আহমদ মুফতী আব্দুর রাহমান ইউসুফ মাওলানা ফখরুল ইসলাম এবং খতিব তাজুল ইসলামের যৌথ সহযোগিতায় উন্মুক্ত হলো -www.komashisha.com- কওমি অংগনের উজ্জল ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের সকলকে ঐকবদ্ধ্য ভাবে হাতে হাত মিলিয়ে এক সংগে কাজ করে যেতে হবে।
মুফতী হাসান নুরি চৌধুরী বলেন যে স্বয়ং রাব্বুল আলামীন সংস্কার পন্থী। যুগে যুগে আম্বিয়ায়ে কেরামগণকে প্রেরণ করে সংস্কারের মাধ্যমে মানুষের মন ও মননকে ঈমানী চেতনায় সমৃদ্ধী দান করেছেন। তিনি আরো বলেন যে, আল্লাহর রাসুল সাঃ সারা জীবন চাদর জাতীয় কাপড় তহবন্দ হিসাবে ব্যবহার করতেন। কিন্তু শেষ জামানায় এসে একদিন দেখলেন যে এক সাহাবি কাপড় কেটে সেলাই করে পাজামার মতো করে একটা সেলুয়ার পরেছেন। আল্লাহর রাসুল তা খুব পছন্দ করলেন এবং বললেন ছতরের জন্য এই লেবাছটা খুবই পছন্দনীয়। তাহলে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সময় ও যুগের চাহিদা মত নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং প্রস্তুত করা আবশ্যকীয়। ইসলামের মৌলিকতাকে রক্ষা করে আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ কে পুণর্বিবেচনা করতে পারি। আল্লাহ তায়ালা কমাশিসার মাধ্যমে আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।