আব্দুল্লাহ আল-মাসুদ::
অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেখানে পড়তে হয়। লামাযহাবি শায়েখরা এতদিন যে গর্ত খুঁড়েছেন এখন সেখানে নিজেরাই পতিত হচ্ছেন। “আহলে হাদিস ও সালাফি আলেমদের ইখতিলাফ” বইটা পড়ে সেরকমই মনে হয়েছে। বইটা লিখেছেন আহনাফ মিডিয়ার আলোচক মাওলানা রাইয়ান সাহেব। উনি লামাযহাবিদের লেখা অধিকাংশ বই ঘেঁটে
বহু খাটাখাটনি করে এটি লিখেছেন। এই ধরণের কাজ আরো বহু আগেই শুরু হওয়া উচিত ছিল। উনাদের নিজেদের স্ববিরোধী বক্তব্যগুলো পড়ে খুব মজা পেয়েছি। সবচে বেশি বিপাকে পড়েছেন শায়খ আকরামুজ্জামান এবং তাওহিদ পাবলিকেশন্স। বেচারারা মনে হয় স্বপ্নেও ভাবে নি এমন কিছু হয়ে যেতে পারে। যারা এদেশের অমুক তমুক শায়েখদের চোখ বন্ধ করে মানেন, তাদের কথাকেই ফিকহি মাসআলায় চূড়ান্ত মনে করেন তারা দয়া করে বইটা পড়তে পারেন। আপনাদের অন্ধ মোহ কাটতে আশা করি দেরি হবে না। নামাজের এমন পঁচিশটি মাসআলা সেখানে দেখানো হয়েছে যাতে এদেশের সহিহ হাদিসের অনুসারী দাবিদারদের মধ্যেই মতানৈক্য হয়ে গেছে। কোন কোনটাতে তো একজনের দৃষ্টিতে অন্যজন বেদআতিও হয়ে গেছেন। এবার ঠেলা সামলান!
বইটা প্রকাশ করেছে বাংলাবাজার ইসলামী টাওয়ারে অবস্থিত “রাহনুমা প্রকাশনী”।
পুনশ্চ: বইটা যিনি আমাকে হাদিয়া দিয়েছেন তাকে বহুত বহুত শুকরিয়া