কমাশিসা ডেস্ক: বনফুল ও মধুবন নামের দুটি খাদ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ক্ষতিকর উপাদান ব্যবহারসহ অবিক্রীত পণ্য পুনরায় বিক্রি প্রক্রিয়া করার দায়ে এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া বনফুলের ৫০-৬০ মণ পচা মিষ্টি নালায় ফেলে দেওয়া (ডাম্পিং) হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম মঙ্গলবার রাতে এই দুই প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ঘনচিনি (স্যাকারিন) ও পুরনো সিসা ব্যবহার করায় বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নুডলস, বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন পণ্য তৈরির অগ্রিম তারিখ বসানো ও ক্ষতিকর দ্রব্য ব্যবহার করায় মধুবনকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, মধুবনের কারখানায় নুডলস, সেমাই পাওয়া গেছে যেগুলো দেড় মাস আগে তৈরি হলেও মোড়কে উত্পাদনের তারিখ লেখা হয়েছে ‘মার্চ ২০১৬’।
সুত্র: অনলাইন পত্রিকা।