বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:৪৫
Home / আকাবির-আসলাফ / স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলনকারী এক আলেমের ইতিহাস !

স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলনকারী এক আলেমের ইতিহাস !

শরীফ হায়দার::

12376142_1649097678673297_8574181321223636744_nস্বাধীন বাংলার স্বাধীন পতাকা সর্বপ্রথম উড্ডীন করেন,থানবী রহ. এর সুযোগ্য খলীফা, বাংলার প্রথিতযশা আলেম,হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক মুহতামিম, মুহতামিমে আযম, আল্লামা আব্দুল ওহাব রহ.।
১৪ডিসেম্বর ১৯৭১সাল। আল্লামা আব্দুল ওহাব রহ. পুত্র ফিদায়ে মিল্লাত, আল্লামা বেদারুল আলম রহ.কে পাঠালেন বাংলাদেশের একটি পতাকা আনার জন্যে। ফিদায়ে মিল্লাত আল্লামা বেদারুল আলম রহ. পতাকা এনে মুহতামীমে আযম রহ. এর হাতে দিলেন।মুহতামীমে আযম রহ. এর নিজ বাসভবনের ছাদে গোলাকার একটি এঙ্গেল রয়েছে। যা অদ্যবধি বিদ্যমান আছে। হযরত সেই এঙ্গেলে পতাকা খানা উড্ডীন করেন। মুহতামীমে আযম রহ.কে পতাকা উত্তোলন সম্পর্কে ভক্ত ও মুরিদ বৃন্দ প্রশ্ন করলে হুজুর বললেন দু’দিন পরে দেশ স্বাধিন হচ্ছে। তাই বিজয় পতাকা উড্ডীন করলাম। এটাই ছিল স্বাধিন বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন পতাকা উত্তোলন।
-Sharif Haider

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...