দেশের শীর্ষস্থানীয় ইসলামী সংগীতের জনপ্রিয় সংগঠন কলরবের নতুন সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের ১৯ সদস্যের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান পরিচালক হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন রশিদ আহমাদ ফেরদৌস। নির্বাহী পরিচালক হয়েছেন সাঈদ আহমাদ। গত বুধবার রাজধানীর পল্টনস্থ কলরবের কেন্দ্রীয় কার্যালয়ে অভিভাবক বৈঠকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য নির্বাচিত দায়িত্বশীলরা হলেন, সিনিয়র পরিচালক কাজী আমিনুল ইসলাম ও ইমতিয়াজ মাসরুর, যুগ্ম নির্বাহী পরিচালক আবু সুফিয়ান ও মুহাম্মদ বদরুজ্জামান । সহযোগী পরিচালক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম মামুন, আবু রায়হান, ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসান। শিল্প ও সাহিত্য পরিচালক রোকন রাইয়ান, দফতর পরিচালক ওমর আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদুজ্জামান নুর, সহকারী এনামুল হক, শিশুকিশোর পরিচালক ইকবাল মাহমুদ, সহকারী হুসাইন আদনান ও মাহফুজুল আলম।