জুলফিকার হুসাইন মাহমুদী::
কমাশিসা ডেস্ক: অবশেষে বেফাক্বের টকন নড়েছে। কমাশিসা নিয়ে ভাবতে শুরু করেছেন। আমাদের প্রেশার কিন্তু বন্ধ হবেনা। কলমের চাপাচাপি চলছে চলবে। অনলাইন অফলাইন চলতে থাকবে কমাশিসা যতক্ষণনা মনজিলে মকুসুদে আমরা পৌছেছি। আমরা বিশ্বস্থসুত্রে জানতে পেরেছি যে, বেফাক্ব কর্তৃপক্ষ ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ৷ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাকে যুগোপযুগি সংস্কার করতঃ একক বোর্ড ও একক সিলেবাস প্রনয়ন ও বাস্তবায়ন করতে এই কমিটি কাজ করে যাবে৷ আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আমরা কমাশিসা পরিবারের পক্ষথেকে মোবারকবাদ পেশ করছি এবং সাথে যে কোন প্রকার সহযোগিতা প্রদানেরও আশ্বাস দিচ্ছি। কারণ কওশিক্ষা সংস্কার এখন সময়ের দাবী আপামর সকলের প্রাণের দাবী। শুধু কওমিকে কেন্দ্র করে নয় জাগতিক শিক্ষার সাথে সমন্বয় করতে হবে। যাতে ছাত্ররা দশম তথা মেট্রিকের সুবিধা পায় কওমি সিলেবাস থেকে সেই কথা মাথায় রাখতে হবে। সরকার স্বীকৃত মেট্রিকের সনদপত্রের বিকল্প নেই। মহান আল্লাহ তায়ালার দারবারে দোয়া করি যেন তিনি এই সংস্কার কর্মসুচিকে দ্রুত ব্যবস্থাবায়নের তৌফিক দান করেন আমীন।