বিশ্ববিখ্যাত জননন্দিত খতীব, খতীবে ইসলাম, আল্লামা সইয়েদ শাহ আবদুল মজীদ নদীম, পাকিস্তান রফিকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি’উন। ইসলামী জগতের উজ্জ্বল নক্ষত্র, বরেণ্য আলেমে দীন, খতীবে ইসলাম, আল্লামা সইয়েদ শাহ আবদুল মজীদ নদীম সাহেব রহমাতুল্লাহি আলাইহি আজ সকালে ফজরের নামাজ আদায় করার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৮টার দিকে রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন। হে মহান আল্লাহ ! আপনার দ্বীনের এই বরেণ্য খাদেম ও বান্দাহকে আপনার চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন,আমীন ইয়া রাব্বাল আলামিন ।
