ডিসির অনুমোদন ছাড়া ইসলামী জলসা করা যাবে না
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি | ২৯ নভেম্বর ২০১৫, রবিবার
ডিসির অনুমোদন ছাড়া ইসলামী জলসা করা যাবে না। ইসলামী জলসা, ধর্মীয় সভাসহ যে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত না করার জন্য আয়োজকদের পরামর্শ প্রদান করতে ইতিমধ্যেই পৌরসভার মেয়র ও সকল ইউপি চেয়ারম্যানদের নোটিশ দেয়া হয়েছে। ওই বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবালের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি নিশ্চিত করেন। আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই ধরনের কোন অনুষ্ঠান করতে গেলে জেলা প্রশাসকের অনুমোদন লাগবে। তাই ওই সব অনুষ্ঠানের জন্য অনুমোদন নিতে কিছু শর্ত অনুসরণ করতে হবে। তা আবার যাচাই বাছাই করার পর অনুমোদন পাওয়া যাবে। তারপরেই তা করা সম্ভব হবে। সেখানে প্রয়োজনীয় পুলিশ, গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের নিরাপত্তার দায়িত্ব দেয়া হবে। এই নিয়ম অনুসরণ না করে ওই ধরনের কোন প্রকার অনুষ্ঠানের আয়োজন করলে তা বন্ধ করে দেয়া হবে। সম্প্রতি নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ, দাসগ্রাম ও রঞ্জয়তেঘর গ্রামে ইসলামী জলসা বন্ধ করে দেয়া হয়েছে। অগ্রহায়ণ মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে ও পাড়ায় বেশিরভাগ ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। এমন নিয়মের কারণে অনেক ইসলামী জলসার আয়োজন করা সম্ভব হবে না বলে এলাকাবাসী অভিমত প্রকাশ করেছে।
সুত্র: অনলাইন