যে আলেম ঈমান-আমল, হক-আমানত বজায় রেখে চলতে পারে,
যে আলেম বেশ-ভূষা নয়, চরিত্র আর কর্মে সবার দৃষ্টি কাড়ে,
যে আলেম মিল রাখে তার কথায় কাজে,
নিজকে বিলায় সবার মাঝে,
দেশের তরে দশের তরে
চিন্তা ফিকির চেষ্টা করে
নিজ গুণে,
যে আলেম অন্যায়ের প্রতিবাদ করে,
দুর্নীতির প্রতিরোধ গড়ে,
অত্যাচারীর সঙ্গে লড়ে,
কথায়-লেখায় দিন বদলের বীজ বুনে
সে আলেম সত্য আলেম
সে আলেম শ্রেষ্ঠ আলেম
উল্লেখ্য, এই গানের জন্য কমাশিসার সম্পাদকমণ্ডলীর সভাপতি খতিব তাজুল ইসলাম জাগ্রত কবি মুহিব খানকে ১ লক্ষ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।
পুরো গানটি শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন।