গৌহাটি: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন, ভারতের কংগ্রেস এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি আসামকে বাংলাদেশের অংশ বানাতে ষড়যন্ত্র করছে।
সর্বানন্দ ভারতের ক্রীড়া ও যুব মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত সপ্তাহে তাকে ক্ষমতাসীন বিজেপির আসাম প্রদেশ শাখার প্রধান নিয়োগ করা হয়েছে।
শুক্রবার দিবরুগড়ে এক দলীয় সভায় তিনি বলেন, ‘শুধু ক্ষমতা দখলের স্বার্থে কংগ্রেস এবং এআইইউডিএফ আসামকে বাংলাদেশের অংশে পরিণত করার জন্য নোংরা ষড়যন্ত্র শুরু করেছে।’
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আসামে প্রচুর বাংলাদেশি অবৈধভাবে বাস করছে বলে দাবি করে থাকে বিজেপি। তাদের আসাম থেকে বহিস্কারেরও দাবি করে দলটি।
আসামের আঞ্চলিক রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
সর্বানন্দ দাবি করেন, বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় কংগ্রেস উদ্বিগ্ন হয়ে পড়েছে। এজন্য কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।
গত সপ্তাহে সর্বানন্দকে আসামের নির্বাচন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
আগামী বছর অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে রাজ্য সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...