মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৪৬
Home / অষ্ট্রেলিয়া / অস্ট্রেলিয়ায় মুসলিম রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

অস্ট্রেলিয়ায় মুসলিম রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

86719849_parramatta-mosque-150x150

কমাশিসা ডেস্ক :: মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

বিবিসি বলছে, দলটি অস্ট্রেলিয়ার আগামী জাতীয় নির্বাচনে সিনেটের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে।

সিডনিতে ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’ নামে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা দিয়া মোহম্মদ বলেছেন, মুসলমানদের জন্য একটি ‘জোরালো কণ্ঠস্বর’ চান তিনি।

তিনি বলেন, “বিশেষভাবে ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করার মতো অনেক দলই আছে (অস্ট্রেলিয়ায়), কিন্তু মুসলমানদের কোনো অফিসিয়াল প্রতিনিধি নেই।”

অস্ট্রেলিয়ায় অনেকগুলো ইসলামবিরোধী রাজনৈতিক দল আছে। এগুলোর মধ্যে একটির পৃষ্ঠপোষক ওলন্দাজ পার্লামেন্ট সদস্য গ্রিট ওয়াইল্ডার্স।

প্যারিসে সন্ত্রাসী হামলা চালানোর পরপরই কেন মুসলিম রাজনৈতিক দল গঠন করলেন এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন ৩৪ বছর বয়সী ব্যবসায়ী মোহম্মদ।

এবিসি’র ‘এএম’ অনুষ্ঠানে তিনি বলেন, “সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে তা নিয়ে আসছে দিনগুলোতে অনেক প্রশ্ন উঠবে, আর এই কারণেই আমরা দলটি গঠন করেছি।

“এ ধরনের দল গঠন করার এটিই উপযুক্ত সময়।”, বলেন তিনি।

প্যারিস হামলার নিন্দা জানিয়ে মোহম্মদ বলেন, ইসলাম নিরপরাধ মানুষকে হত্যা না করতে কঠোরভাবে নিষেধ করেছে।

তবে প্যারিস হামলার মতো কোনো হামলার জের ধরে কোনো মুসলিম দেশকে দখল করা তার দল সমর্থন করবে না বলে জানিয়েছেন মোহম্মদ।

তিনি বলেন, “আমাদের দেখতে হবে আগে কী হয়েছে। আমরা আফগানিস্তান দখল করলাম, ইরাক দখল করলাম, কিন্তু যে বিপর্যয়ের মধ্যে ছিলাম এখনও সেখানেই আছি।
“তাই অতীতে যে পদ্ধতিতে কাজ হয়নি তা কি আমি সমর্থন করতে পারি? না, পারি না।”

সূত্র : অনলাইন

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...