বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:২৬
Home / কুইজ-প্রতিযোগিতা / আবারো বাংলাদেশি ক্ষুদে হাফিজের বিশ্বজয়

আবারো বাংলাদেশি ক্ষুদে হাফিজের বিশ্বজয়

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত। বিশ্বের ৮০টি দেশের নবীন হাফেজদের মধ্যে তৃতীয় স্থান বাংলাদেশের

index_BG_807657349

অনলাইন ডেস্ক :: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বের ৮০টি দেশের নবীন হাফেজদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল। এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরবের পবিত্র হারাম শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইস।

ঢাকার যাত্রাবাড়ীস্থ উত্তর দনিয়ায় প্রখ্যাত হাফেজ ক্বারী নেছার আহমেদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন উপজেলার গোবরদি বয়রাগাদী (নুরপুর) গ্রামের হাফেজ মাওলানা মঈনুদ্দীন ও আলেমা মারুফা হোসাইনের সন্তান।
অত্যন্ত জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্বের ৮০টি দেশের অংশগ্রহণকারী এবং প্রতিনিধি ছাড়াও প্রচুর সংখ্যক সৌদি নাগরিক ও স্থানীয় প্রবাসীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশের এ সাফল্যের সংবাদে প্রবাসী বাংলাদেশীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থের চেক,সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সৌদি আরব এবং ২য় স্থান অধিকার করে আফ্রিকার দেশ সাদ।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

বাংলাদেশের বৃহত্তম এতিমখানা করলো তুরস্ক

বাংলাদেশে ১৭০ অনাথ শিশুকে আশ্রয় দেয়ার জন্য একটি অত্যাধুনিক এতিমখানা খুলেছে তুরস্কের মানবিক সহায়তা সংস্থা ...