সামাজিক অবক্ষয়ের এ সময় ছাত্র মজলিস দায়িত্বশীলদেরকে যোগ্য হিসেবে গড়ে ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
…… ছাত্র মজলিস সভাপতি
দেশ আজ এক সংকটময় মূহূর্ত অতিক্রম করছে। একদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা অপরদিকে সামাজিক অবক্ষয় আজ চরমপর্যায়ে অবস্থান করছে। নৈতিকতার অভাবে সামাজিক বন্ধন ধ্বংসের পথে। যুব সমাজের বড় একটি অংশ মাদক, সন্ত্রাস আর অপরাজনীতির কবলে। এ অবস্থা চলতে থাকলে জাতী হয়ে পড়বে আদর্শিক নেতৃত্ব শূণ্য। এখনি প্রয়োজন তার উত্তোরণ। তাই সামাজিক অবক্ষয়ের এ সময়ে ছাত্র মজলিস দায়িত্বশীলদেরকে যোগ্য হিসেবে গড়ে ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। গত ৬ ও ৭ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল জোনের নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে দুইদিন ব্যাপী জোনাল কর্মশালায় ৭ নভেম্বর ২.৩০ মিনিটে কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বরিশাল জোন পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন যথাক্রমে খেলাফত মজলিস বরিশাল মহানগরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম মু. শাহজাহান, মহানগরী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোয়াজ্জেম হোসাইন, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আইয়ুব বিন মুসা, খেলাফত মজলিস বরিশাল মহানগরীর সহ-সভাপতি কে.এম মাহবুব আলম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি অধ্যাপক ড. এম.টি. ইসলাম, খেলাফত মজলিস মহানগরী সহ-সেক্রেটারি মাওলানা শামছুল আলম, বরগুনা জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন।
বরিশাল মহানগরী সভাপতি জাকির হোসাইনের পরিচালনায় দুদিন ব্যাপী কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি মাওলানা জিয়াউল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, বরিশাল জেলা সভাপতি নুরুল আমীন আজাদী, পটুয়াখালী জেলা সভাপতি বেলাল হোসাইন, ভোলা জেলা সভাপতি সাবেত হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি এনায়েত রাব্বী একরাম, মু. মুহিববুল্লাহ, মু. শাহজালাল, সাইদুর রহমান, মু. আল-আমীন, মু. রিয়াজুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল দারসে কুরআন, দারসে হাদীস, বিষয় ভিত্তিক আলোচনা, লিখিত পরীক্ষা, বির্তক প্রতিযোগীতা, কুরআন ক্লাশ, গ্রুপ স্টাডি, পুরস্কার বিতরণী ইত্যাদি।