বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:১৮
Home / সংগঠন / বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে জাতীয় যুব দিবস ২০১৫ উদ্যাপন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে জাতীয় যুব দিবস ২০১৫ উদ্যাপন

যুব দিবসমুহাম্মদ রিয়াজ উদ্দিন বাবুল, গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০১৫ উদযাপিত হয়েছে। গত ১ নভেম্বর রোববার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। র্যালীতে উপজেলা প্রশাসন’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও যুব সংগঠনের প্রতিনিধিগণ অংশ নেন। র্যলী শেষে সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, সনদ পত্র, যুব ঋণের চেক বিতরণ ও জনসচেতনতা মূলক নাটক পরিবেশিত হয়। এতে সভাপত্বি করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন। শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজহারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ‘র অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ কে আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তামোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, গোয়াইনঘাট প্রেসক্লাব‘র সেক্রেটারী এম এ মতিন , সফল আত কর্মী মিটু দে, যুব সংগঠনের প্রতিনিধি শাহ আলম, আব্দুল ওয়াহিদ, শাহজাহান, আব্দুল মান্নান, মেজবা ও সাজনা বেগম প্রমূখ।

বক্তারা বলেন দারীদ্র বিমোচনে যৃব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরী। দেশের সার্বিক উন্নয়নে যুব সমাজকে কাজে লাগালে দেশ দ্রুত উন্নত দেশের কাতারে শরিক হতে পারবে। গোয়াইনঘাট উপজেলা সিলেট জেলার অন্যতম দারীদ্র অঞ্চল। বেকার যুবদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসংসস্থানমূলক পদক্ষেপ নেয়া জরুরী। সমাজের বিশৃংখলা রোধ ও মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে সম্পৃক্ত করা প্রয়োজন। তিনি আরো বলেন দেশের অর্থনীতি উন্নয়নের মূল চালিকা শক্তি যুব সম্প্রদায়। ইতোমধ্যে সামাজিক ক্ষেত্রে যুব সমাজ অনেক বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান জাতী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। গোয়াইনঘাট উপজেলায় যুব সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংসদ সদস্যসহ সরকারের উচ্চ মহলে আলোচনা করে, বিভিন্ন উন্নয়নমূখী পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

মিথ্যা বললে আল্লাহ নারাজ হন : প্রধানমন্ত্রী

কমাশিসা ডেস্ক:: আজ বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকাল ৩ টায় ঠাকুরগাঁওয়ের জেলা স্কুল বড় মাঠের সমাবেশে ...