রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:২১
Home / রাজনীতি / ইসলামী পোষাক নিয়ে ধৃষ্ঠতা ছাত্রসমাজ সহ্য করবে না -মুহাম্মদ এহসানুল হক

ইসলামী পোষাক নিয়ে ধৃষ্ঠতা ছাত্রসমাজ সহ্য করবে না -মুহাম্মদ এহসানুল হক

রাজনগরমৌলভীবাজর প্রতিনিধি :: ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক বলেন, দেশে ইসলাম, ইসলামী তাহজিব-তামাদ্দুন নিয়ে একের পর এক ষড়ন্ত্র-চক্রান্ত হচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে দাঁড়ি, টুপি, লম্বা জামা, পাঞ্জাবী পরিধানের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপ শিক্ষার্থীদের কাস করতে দেয়নি। ভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করতেই বাধা দেয়া হয় দাড়োয়ান দিয়ে। এর কিছুদিন আগে হিজাব পরিধান করার অপরাধে একাধিক শিা প্রতিষ্ঠানে পর্দানশীন বোনদের কাস থেকে বের করে দেয়া হয়!  সংখ্যাগরিষ্ট মুসলমানদের দেশে ইসলামী পোষাকের বিরুদ্ধে কেউ অবস্থান নিবে এবং ঔদ্ধত্য প্রদর্শন করবে আর উম্মাহর জানবায মুমিনরা বসে থাকবে এটা হতে পারে না। ইসলামী পোষাক নিয়ে ধৃষ্ঠতা এদেশের ছাত্র সমাজ সহ্য করবে না।  ছাত্র মজলিস কামারচক ইউপি শাখার কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

ছাত্র মজলিস রাজনগর উপজেলাধীন কামারচক ইউপি ছাত্র মজলিসের উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) রাজনগরের তারাপাশা স্থানীয় মিলনায়তনে নির্ধারিত কর্মীদের নিয়ে দিনব্যাপি কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক।

কামারচক ইউপি ছাত্র মজলিস সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান জুবায়েরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের প্রাক্তন বায়তুলমাল সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, ছাত্র মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাহফুজুল হক তালুকদার, উপজেলা বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আরো বলেন, ছাত্র মজলিস কর্মীদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা। একাডেমিক পড়াশোনা ঠিক রেখে মেধা ও নৈতিক চারিত্রিক উৎকর্ষতা অর্জনের মাধ্যমে, সমাজ বিপ্লবের কাজ চালিয়ে যেতে হবে।

দিনব্যাপি শিক্ষা সভায় দারসে কুরআন, নির্ধারিত বিষয়ের উপর আলোচনা, মুখস্থকরণ, হাতে-কলমে শিক্ষাসহ প্রভৃতি অ্যাজেন্ডা অর্ন্তভুক্ত ছিলো।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

আজান শুনে ক্ষেপে গেলেন আ’লীগ নেতা আনহার চেয়ারম্যান!

নিজস্ব প্রতিবেদক : আনহার মিয়া। বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ...