শনিবার, ৪ঠা মে, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৭:৪৩
Home / আকাবির-আসলাফ / আকাবির ও আসলাফের জীবনী যেভাবে লিখবেন!

আকাবির ও আসলাফের জীবনী যেভাবে লিখবেন!

writing modeডেস্ক নিউজ :: যাঁর জীবনী লিখবেন তাঁর সাথে যা যুতসই তাই লিখবনে এবং অবশ্যই নির্ভরযোগ্য তথ্যনির্ভর হতে হবে। নিছক অনুমান ও বা বানিয়ে বলার কোনো প্রয়োজন নেই। বুকসাইজের সর্বোচ্চ ১০ পৃষ্ঠা, ম্যাগাজিন সাইজের সর্বোচ্চ ৫ পৃষ্ঠা হলেই যথেষ্ট। বেশি লম্বা জীবনী বা লেখা এখন অনেকে পড়তে চায় না। আবার এতো ছোট করবেন না যাতে উদ্দেশ্য সফল না হয়।

ভুমিকা : পাচঁ থেকে ছয় বা সবোর্চ্চ দশ লাইনে যাঁর জীবনী লিখবেন তাঁর সম্পর্কে সারসংক্ষেপ।

পুর্ণ নাম ও বংশ পরিচয়:

জম্ম ও বাল্যজীবন:

শিক্ষাজীবন:

পেশাগত জীবন:

আধ্যাত্মিক জীবন:

উল্লেখযোগ্য কিছু আসাতেজা ও খলিফা:

রাজনৈতিক ও সামাজিক অবদান:

ধর্মীয় ও আদর্শিক অবদান:

পারিবারিক জীবন:

উল্লেখযোগ্য কিছু স্মৃতি:

জীবনের শেষ মুহুর্তের বিবরণ:

মৃত্যু তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

বেফাকের দ্বিতীয় সভাপতি আল্লামা হারুন ইসলামাবাদী রহ.-এর বর্ণিল জীবন

কমাশিসা ডেস্ক:: আল্লামা মুহাম্মদ হারুন ইসলামাবাদী রহ.। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- এর দ্বিতীয় সভাপতি। বাংলাদেশে ...