শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:২৫
Home / ফিকহ / দারসে ফিকহ

দারসে ফিকহ

কুরবানীর সময়। ও নাবালেগের কুরবানী প্রসংগে।
—————————-//—————————–
প্রশ্ন :-কুরবানীর সময় কত দিন? নাবালেগের ও কি কুরবানী করতে হবে?
উত্তর:-
মোট তিনদিন কুরবানী করা যায়। যিলহজ্বের ১০, ১১ ও ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে যিলহজ্বের ১০ তারিখেই কুরবানী করা উত্তম।
আর-
নাবালেগ শিশু-কিশোর তদ্রূপ যে সুস্থমস্তিষ্কসম্পন্ন নয়, নেসাবের মালিক হলেও তাদের উপর কুরবানী ওয়াজিব নয়। অবশ্য তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে কুরবানী করলে তা নফল হিসাবে আদায় হবে।
والله اعلم بالصواب
মুয়াত্তা মালেক ১৮৮, ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৫,বাদায়েউস সানায়ে ৪/১৯৬, রদ্দুল মুহতার ৬/৩১৬

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা শবে বরাতের আভিধানিক অর্থ অনুসন্ধান: শব ফারসি শব্দ। অর্থ ...